দুস্থ ও মেধাবী ছাত্রকে সাহায্যের প্রতিশ্রুতি মাদ্রাসা শিক্ষা সংগঠনের

নুন আনতে পান্তা ফুরায় পরিবারের। বাড়ির ছেলে স্বপ্নাতীত রেজাল্ট করায় ঘুম উড়ে গিয়েছিল তাঁদের। দিন আনি দিন খাই সেই পরিবারের ছেলে জগন্নাথ দাস এবছর হাই মাদ্রাসা পরীক্ষাতে মেধা তালিকায় রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করে সে। কিন্তু ভবিষ্যতে উচ্চ শিক্ষার জন্য যে অর্থের প্রয়োজন তা নেই সে মেধাবী ছাত্রের পরিবারের। মঙ্গলবার সাহায্যের বার্তা নিয়ে সেই ছাত্রের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি বীরভূম জেলা শাখা। তাদের পক্ষ থেকে ভবিষ্যতের উচ্চতর শিক্ষার জন্য সাহায্যের বার্তা দেওয়া হল। একই সঙ্গে জগন্নাথকে সংবর্ধনা দেওয়া হয়।

খণ্ডগ্রাম ডি এস হাই মাদ্রাসার ছাত্র জগন্নাথকে এদিন সংবর্ধনা দেন বীরভূম জেলা মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির সভাপতি মোহাম্মদ রকিবুল আলম, সম্পাদক সিরাজুল হক ও কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন মীর মনিরুল হোসেন, জুলফিকার মাসুমি,শেখ আব্দুল্লাহ, মইনুল ইসলাম প্রমুখ সদস্যবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে জগন্নাথকে লেখাপড়া সংক্রান্ত সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়। সংগঠনের জেলা সম্পাদক সিরাজুল হক বলেন,” গর্বের বিষয় আমাদের জেলার মেধাবী ছাত্র এবছরের মাদ্রাসা পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়েছে। ভবিষ্যতে ওর পড়াশোনার জন্য আমরা সমস্ত ধরনের সাহায্য করার আশ্বাস দিচ্ছি। যাতে ওই মেধাবী ছাত্র লেখাপড়া চালিয়ে যেতে পারে।”

Previous articleপদবির কারণে খারিজ চাকরিপ্রার্থীর আবেদনপত্র
Next articleমুকুলদের দিল্লিযাত্রার গুরুত্ব উড়িয়ে দিলেন দিলীপ