একুশের ভার্চুয়াল সভার পর মমতাকে মিথ্যুক দাবি করে চাঁচাছোলা আক্রমণ সেলিমের

মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেছেন। উনি মিথ্যুক। আজ তৃণমূলের একুশে জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশের পরই এমনই মন্তব্য করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তাঁর দাবি, করোনা নিয়ে ব্যর্থতা ঢাকতেই মুখ্যমন্ত্রী একের পর এক মিথ্যা ভাষণ দিয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে মহম্মদ সেলিম বিস্ফোরক মন্তব্য করে বলেন, “একুশে জুলাইয়ের ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। আর সেই মিথ্যাকে তিনি মিথ তৈরি করার চেষ্টা করেছেন। সেই মিথ এখন ভাঙছে। মানুষ সব বুঝতে পারছেন”।

এখানেই শেষ নয়। মমতার ভার্চুয়াল মিটিং শেষে মহম্মদ সেলিম লম্বা সাংবাদিক বৈঠক করে আর যা যা বললেন–

(১) মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, হাসপাতালে পর্যাপ্ত বেড রয়েছে। কিন্তু বেডের অভাবে রোগীর মৃত্যু হয়েছে তা প্রমাণিত।

(২) প্রথম থেকেই টেস্ট বাড়ানোর দাবি করা হয়েছিল। কিন্তু টেস্ট কমিয়ে রোগী সংখ্যাকে চাপা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।

(৩) রাজ্যের সর্বত্র রেশন চুরি হয়েছে। খাদ্য দফতরের আধিকারিকে নিজেই সরিয়েছেন। আবার উনিই মিথ্য বলে দিলেন, ১০ কোটি মানুষকে নাকি রেশন দেওয়া হয়েছে।

(৪) কর্মসংস্থান নিয়েও মিথ্যে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী থাকাকালীন রেল চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতারকের মতো ফরম ফিলআপ করিয়েছিলেন। তৃণমূলের ছেলেমেয়েদেরও উনি ঠকিয়েছিলেন। উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরও ৯ বছরে বিভিন্ন পরীক্ষায় সফলদের চাকরি হয়নি। সর্বত্র নিয়োগ বন্ধ। এর ফলে কর্মসংস্থানের সুযোগ কমেছে। উনি বলছেন কর্ম সংস্থানে দেশের গড়ের থেকে রাজ্যের অবস্থা ভালো। এরকম মিথ্যচারী মুখ্যমন্ত্রী ভারতবর্ষে আর কোথাও নেই।

(৫) এখন প্যাঁচে পড়ে বিজেপিকে গালমন্দ করছেন। একটা সময় উনিই তো ক্ষমতার লোভে দুধকলা দিয়ে বিজেপিকে এনেছেন। মুকুল রায় এখন কোথায়? এখন তো তৃণমূলের লোকেরাই বিজেপির ঘরে গিয়ে ভিড় করছে।

(৬) যাঁরা আমাদের ভুল বুঝে তৃণমূলে চলে গেছেন, তাঁদের বলছি, আসুন আমরা রাজ‍্যটাকে বাঁচাই। মমতার দৌলতে বাংলাকে কোনও মতেই বিজেপির হাতে তুলে দেওয়া যাবে না।

Previous articleঈদুজ্জোহা পালিত হবে আগামী ১ আগস্ট
Next articleঈদে পশুহত্যার বিরোধিতা করে হাইকোর্টে মামলা অর্জুনের