ঈদুজ্জোহা পালিত হবে আগামী ১ আগস্ট

আগামী ১ আগস্ট, শনিবার, ঈদ-উল-আযহা পালিত হবে৷ এই উৎসবকে ঈদুজ্জোহাও বলা হয়। ঈদ-উল-আযহা মূলত আরবি শব্দ। এর অর্থ হলো ‘ত্যাগের উৎসব’।

দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি মঙ্গলবার ঘোষণা করেছেন, আজ চাঁদ না দেখা যাওয়ায় আগামী ১ আগস্ট, শনিবার দেশজুড়ে ঈদ- উল- আযহা উদযাপিত হবে।

Previous articleজ্যোতিপ্রিয়র মন্তব্যে ক্ষুব্ধ ২১জুলাই কমিশনের চেয়ারম্যান, তাহলে সরকার বাতিল করুক রিপোর্ট
Next articleএকুশের ভার্চুয়াল সভার পর মমতাকে মিথ্যুক দাবি করে চাঁচাছোলা আক্রমণ সেলিমের