ঈদে পশুহত্যার বিরোধিতা করে হাইকোর্টে মামলা অর্জুনের

সামনেই মুসলিম সম্প্রদায়ের বড় উৎসব বকরি ঈদ। তার আগে ঈদে পশুহত্যা বিশেষ করে গো-হত্যার বিরোধিতা করে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদঅর্জুন সিং। রাজনৈতিক মহলের ধারণা রাজ্য সরকারকে বেকায়দায় ও অস্বস্তিতে ফেলতেই এই মামলা দায়ের করেছেন অর্জুন।

উল্লেখ্য, এর সঙ্গে ২০০৮ সালে প্রথমবার এই ইস্যুতে মামলা দায়ের হয়। সেইসময় হাইকোর্ট নির্দেশ দেয় যে পশুহত্যার জন্য যে নিয়মাবলী আছে, তা রাজ্য সরকারকে মানতে হবে। তখন অবশ্য অর্জুন সিং তৃণমূলের বিধায়ক। এরপর ২০১৯ সালে ফের একটি মামলা দায়ের হয় হাইকোর্টে। সেখানে বলা হয় যে, পশুহত্যার নিয়ম মানা হচ্ছে না। সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সরকারকে সমস্ত নিয়ম মেনে চলার নির্দেশ দেয়।

এ বিষয়ে রাজ্য সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা জানাতে চাওয়া হয়েছে মামলায়। দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।

Previous articleএকুশের ভার্চুয়াল সভার পর মমতাকে মিথ্যুক দাবি করে চাঁচাছোলা আক্রমণ সেলিমের
Next articleজানুয়ারিতে তৃণমূলের বড়োসড়ো ভাঙন, দাবি আবদুল মান্নানের