২১ জুলাই কমিশনের সুপারিশ কার্যকর নয় কেন? প্রশ্ন বিরোধীদের

মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাই সমাবেশ করে অন্যদের আক্রমণ করেন। কিন্তু তাঁর নিজের গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করে দোষীদের শাস্তি এখনও দিলেন না কেন?

এনিয়ে প্রশ্ন তুললেন বিরোধীরা।
বিজেপির রাহুল সিনহা বলেন,” কেন মমতা গুলি চালনার অভিযুক্তদের শাস্তি দিলেন না? সেদিন বামফ্রন্টের পুলিশ মেরেছিল কংগ্রেসকে। আর আজ তৃণমূল গাল দিচ্ছে বিজেপিকে। এটা রাজনীতি?”

সুজন চক্রবর্তী বলেন,” তদন্ত রিপোর্ট পাঁচ বছর ধরে পড়ে আছে। কেন প্রকাশের সাহস দেখাচ্ছেন না মমতা? শুধু মুখে কথা বলে যাচ্ছেন কেন?”

অধীর চৌধুরী বলেন,” রাজনৈতিক ভণ্ডামি হচ্ছে। কংগ্রেসকর্মীদের মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে। অথচ তাদের মৃত্যুর জন্য দোষীদের শাস্তি হচ্ছে না। উল্টে তাদের অনেককে তৃণমূলের বড় পদে দেখা যাচ্ছে।”

Previous article১০০ টাকায় জীবন বাজি! তোর্সা পেরোতে গিয়ে মৃত যুবক
Next articleতোর্সা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত বাড়ি, গৃহহীন কয়েক হাজার বাসিন্দা