দেখা নেই ইলিশের। জাল ফেলতেই উঠে বিশালাকার এক পাঙাশ মাছ। তাও আবার ১০ কেজি ওজনের। ডিঙি নৌকায় চেপে রূপনারায়ণ নদীতে গিয়ে জাল ফেলেছিলেন স্থানীয় এক মৎস্যজীবী। কোটালের জোয়ারে সেই রূপনারায়ণ থেকে উঠল ওই মাছ।

দিন কয়েক হলো রূপনারায়ণে মিলছে না ইলিশ। ফলে কিছুটা সংকটের মুখে পড়েছেন মৎস্যজীবীরা। প্রতিদিনের মতো মাছ ধরতে বেরিয়েছিলেন কোলা গ্রামের মৎস্যজীবী পঞ্চানন্দ খাঁড়া। হঠাৎই জালে উঠে আসে পাঙাশ। মৎস্যজীবীরা জানাচ্ছেন, রুপোলি ফসল মুখ ফিরিয়েছে। রূপনারায়ণের তার দেখা মিলছে না। এই অবস্থাতে মিলল পাঙাশ মাছ। ফলে হাসি ফুটেছে বিক্রেতাদের মুখে।
