Thursday, August 28, 2025

“সেদিন রাজনৈতিকভাবে ওনার জন্ম হয়নি”, একুশে জুলাই প্রসঙ্গে দিলীপকে কটাক্ষ ববির

Date:

আজ একুশ জুলাই তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে শহিদ স্মরণে ফিরহাদ হাকিম-সহ তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব ।এদিন তিনি জানিয়েছেন, করোনা আবহে যে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভার্চুয়াল সভার আয়োজন করেছেন।

কারণ, এই সময় অতিরিক্ত জনসমাগম করা হলে তার থেকে সংক্রমণ ছড়ানোর দ্রুত সম্ভাবনা রয়েছে। তাই মানুষের জীবনের জন্য এই কাজ করা হয়েছে। এর পাশাপাশি এদিন তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে একহাত নেন। তিনি জানিয়েছেন, যখন একুশে জুলাই-এর ঘটনা হয়েছিল তখন রাজনৈতিক ভাবে দিলীপ ঘোষের জন্ম হয়নি। তাই তার পক্ষে এই একুশে জুলাই-এর প্রেক্ষাপট জানা সম্ভব নয়। ওই সময় যে সমস্ত যোদ্ধারা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছিলেন তাঁদের স্মৃতির উদ্দেশ্যে প্রতিবছর আজকের দিনে এই একুশে জুলাই পালন করা হয়।

সেদিনের অভিশপ্ত স্মৃতি তুলে ধরে ফিরহাদ হাকিম জানান, ১৯৯৩ সালে ঘটনার দিন সেখানে উপস্থিত ছিলেন তিনি নিজেও। তবে ভাগ্যের জোরে তিনি বেঁচে গিয়েছিলেন। এই সমস্ত জিনিস দিলীপ ঘোষের কখনও মনে আসবে না বলে জানিয়েছেন তিনি। বামফ্রন্টের বিরুদ্ধে তৃণমূলের যে লড়াই তা চিরস্মরণীয় বলেই তিনি জানিয়েছেন।

সেইসঙ্গে ফিরহাদ বলেন, প্রতি বছর এই দিনে তৃণমূল সুপ্রিমো জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দিয়ে থাকেন। আজ তিনি বার্তা দেবেন এবং তার দিকে তাকিয়ে রয়েছেন দল-সহ রাজ্যবাসী।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version