চিকিৎসক, নার্সের সংখ্যা বাড়ানোর দাবিতে সাগর দত্তে বিক্ষোভ

সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসাবে চিহ্নিত করা হয়েছিল। সেখানে ৫০০বেড থাকার কথা ছিল, কিন্তু আপাতত ৫০ টি বেড নিয়ে শুরু হয়েছে ভাইরাস চিকিৎসা কেন্দ্র। কিন্তু অভিযোগ, সেখানে পর্যাপ্ত সংখ্যায় চিকিৎসক, নার্স নেই। একদিকে কোভিড রোগীর পাশাপাশি অন্যান্য রোগীদেরও পরিষেবা দিতে হচ্ছে। এর প্রতিবাদে হাসপাতালের নার্সরা সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, ডাক্তার ও নার্সের সংখ্যা বাড়াতে হবে। তারা যেমন ২৪ ঘণ্টা ডিউটি দিচ্ছেন, রোগীর সঙ্গে জুনিয়র ডাক্তারদেরও তেমন থাকতে হবে। এছাড়া তাঁদের পর্যাপ্ত পরিমাণ পিপিই, স্যানিটাইজার, মাস্ক নেই বলেও অভিযোগ। স্বাস্থ্য দফতরকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন সুপার।

Previous articleউচ্চমাধ্যমিকে ৮৬ শতাংশ নম্বর, জনজাতির আঁধার ঘোচাতে মরিয়া শবরের কৃতি ছাত্র
Next articleসাংবিধানিক সংকটের অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজস্থানের স্পিকার