বুধবার সকালের বিমানে দিল্লি গেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একই বিমানে দিল্লি গেলেন বিজেপি নেতা রাহুল সিনহা। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বর সঙ্গে বিশেষ বৈঠকে যোগ দিতে গিয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। যাবার আগে দমদম বিমানবন্দরে দিলীপ ঘোষ জানান, তিন-চার মাস হল রাজ্যের পর্যবেক্ষকরা বাংলায় আসতে পারেননি। সেই কারণেই তাঁদের সঙ্গে বৈঠক করতে এবং রাজ্যের পরিস্থিতি জানাতেই তাঁরা দিল্লি যাচ্ছেন। রাহুল সিনহা জানান, আগামী বিধানসভা নির্বাচনে দলের রূপরেখা বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।

মঙ্গলবার, ভার্চুয়াল সভা থেকে একুশের বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বাংলা থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দিয়েছেন তিনি। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য বিজেপির দুই শীর্ষ স্থানীয় নেতার বৈঠক করতে যাওয়া রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
