স্বামী এবং পরিচারিকা ভাইরাস আক্রান্ত, অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে হেনস্থা প্রতিবেশীদের!

স্বামী এবং পরিচারিকা ভাইরাস আক্রান্ত তাই অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে চরম হেনস্থা করল প্রতিবেশীরা। দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনের বাসিন্দাদের বিরুদ্ধে উঠেছে এমনই অভিযোগ।

যাদবপুর স্কুলের ওই শিক্ষিকার জানিয়েছেন, প্রথমে সংক্রমণ ছড়িয়েছিল পরিচারিকার, এরপর তাঁর স্বামী আক্রান্ত হন । তাঁরা গড়িয়ার পাটুলির একটি আবাসনে থাকেন। শিক্ষিকার অভিযোগ, তাঁদের বাড়িতে দু’জন ভাইরাস আক্রান্ত হয়েছেন এই খবর শুনেই ধীরে ধীরে অতি পরিচিত মুখগুলো অপরিচিত হতে শুরু করে।

তাঁর অভিযোগ, প্রথমে কথা বলা বন্ধ হয়ে যায়। এরপর তাঁদের সঙ্গে অনেকেই অভব্য আচরণ করতে থাকেন। কার্যত তাঁদের একঘরে করে রাখা হয়।

শিক্ষিকা অন্তঃসত্ত্বা-তা জানার পরও মানবিক হওয়ার বদলে আরও অমানবিক চেহারাগুলো প্রকট হতে থাকে। ইদানীং তা মাত্রাছাড়া হওয়ায় শিক্ষিকার স্বামী প্রতিবাদ করেন। অভিযোগ, এরপরই আবাসনের দুই আবাসিক তাঁকে মাটিতে ফেলে লাথি মারেন। স্বামীকে বাঁচাতে গিয়ে ধাক্কা খেতে হয় শিক্ষিকাকেও। শিক্ষিকা থানায় অভিযোগ দায়ের করেছেন।

 

Previous articleনবান্নে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী, কী বললেন তিনি?
Next articleচোখের সামনে খুন বাবা-মাকে, রাইফেল উঁচিয়ে তালিবানিদের হত্যা করল কিশোরী