নিন্দনীয়! বোলপুরে ডাইনি অপবাদে গ্রাম ছাড়া পরিবার

ডাইনি অপবাদে এক আদিবাসী মহিলা-সহ পুরো পরিবারকে গ্রাম ছাড়া করার অভিযোগ। ঘটনাটি বোলপুর থানার সিয়ান-মুলুক গ্রাম পঞ্চায়েতের মণিকুন্ডতলা গ্রামে। এই বিষয়ে বোলপুর থানায় অভিযোগ করেন ওই মহিলা।

আদিবাসী অধ্যুষিত বোলপুর থানার সিয়ান-মুলুক গ্রাম পঞ্চায়েতের মণিকুণ্ডতলা গ্রাম। গত কয়েক মাস ধরে এই গ্রামে বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে। একের পর এক গরু, ছাগল, হাঁস, মুরগি মারা গিয়েছে। সেই ঘটনায় গুণিনের নিদানে স্থানীয় এক মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে চড়াও হন গ্রামবাসীরা।
অভিযোগ, গুণিনের নিদানে গ্রামের মোড়ল পটল টুডুর পরামর্শে ওই পরিবারকে গ্রাম থেকে চলে যাওয়ার ফতোয়া দেওয়া হয়। মহিলার তিনছেলে প্রতিবাদ করলে, গ্রামবাসীরা তাঁদের মারধর শুরু করেন বলে অভিযোগ। পরে পুরো পরিবারকে গ্রাম ছাড়া করা হয়।
পরিবারে ১২ জন সদস্য। তার মধ্যে চারজন মহিলা ও চারটি শিশু। মঙ্গলবার, বিকেল থেকেই তাঁরা গ্রাম ছাড়া।
রাতে তৃণমূল কার্যালয়ে আশ্রয় নেয় ওই পরিবার। বুধবার সকালে বোলপুর থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন,” ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ওই পরিবারকে গ্রামে ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে। “

Previous articleথানা থেকে উধাও বন্দুক! অস্ত্রের কারবারি গ্রেফতার
Next articleকড়া প্রশাসন: লকডাউন ভাঙলে ‘ওঠবোস’ হুগলি-বারাকপুরে