থানা থেকে উধাও বন্দুক! অস্ত্রের কারবারি গ্রেফতার

প্রতীকী ছবি

লালগড় থানার মালখানা থেকে উধাও হয়ে যায় ১৮টি বন্দুক। ঘটনা ভোটের আগে। এ বার ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বিহারের ঔরঙ্গাবাদে রবিকান্ত কুমার নামে এক আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃতের কাছে লালগড় থানা থেকে চুরি যাওয়া একটি একনলা এবং একটি দোনলা বন্দুক পাওয়া গিয়েছে।
এসটিএফ সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে রবিকান্ত ধরা পড়ে। তার কাছে প্রচুর অস্ত্রের ভুয়ো লাইসেন্সও পাওয়া গিয়েছে। এই নিয়ে লালগড় থানা থেকে আগ্নেয়াস্ত্র লোপাটের ঘটনায় মোট চার জনকে গ্রেফতার করা হল। উদ্ধার হয়েছে গায়েব হওয়া তিনটি অস্ত্র। তবে থানা থেকে বাকি ১৫টি অস্ত্রের খোঁজ মেলেনি। রবিকান্তকে নিয়ে গোয়েন্দারা বুধবার রাজ্যে ফিরেছেন। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলার কথা।

Previous articleমধুচক্রের পাণ্ডা সোনুর ২৪ বছরের কারাদন্ডের ঘোষণা আদালতের  
Next articleনিন্দনীয়! বোলপুরে ডাইনি অপবাদে গ্রাম ছাড়া পরিবার