Wednesday, January 28, 2026

আর্থিক কেলেঙ্কারি মামলায় কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংয়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

Date:

Share post:

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বুধবারই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন, রাজস্থানে সরকার ভাঙার ষড়যন্ত্র করছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত৷

আর তার কয়েকঘন্টা পরই বৃহস্পতিবার, জয়পুরের এক আদালত সঞ্জীবনী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি কেলেঙ্কারি মামলায় এই গজেন্দ্র সিং শেখাওয়াতের ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে৷ শেখাওয়াত, তাঁর স্ত্রী ও অন্যান্যদের বিরুদ্ধে প্রায় ৮৮৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে গত বছর থেকে৷
২০১৯ সালের ২৩ আগস্ট এই দুর্নীতি নিয়ে প্রথম FIR হয়। তখনই SOG বি স্পেশাল অপারেশন গ্রুপ এ বিষয়ে তদন্ত শুরু করে। বিজেপি’র কেন্দ্রীয় মন্ত্রীর নাম SOG’র চার্জশিটে ছিলনা। নাম না থাকা নিয়ে মামলা হয়৷ আদালত সে মামলা খারিজও করে দেয়। এরপর আবেদনকারীরা জয়পুর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ কোর্টের দ্বারস্থ হন। আদালতে মামলার আবেদনকারীরা দাবি করেন, সস্ত্রীক শেখাওয়াত ও অন্যদের কোম্পানিতে এই বিশাল পরিমান টাকা লেনদেন হয়েছে, কিন্তু তাদের ভূমিকা খতিয়ে দেখাই হয়নি। সেই মামলাতে এদিন তদন্তের নির্দেশ দিয়েছে আদালত৷

প্রসঙ্গত, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন, এই শেখাওয়াত এবং অন্যান্য বিজেপি নেতারা প্রলোভন দেখিয়ে রাজস্থানে সরকার ভাঙার ষড়যন্ত্র করছে। সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগও SOG তদন্ত করছে। তদন্ত করে দেখা হচ্ছে দুটি অডিও ক্লিপের সত্যতা কতখানি৷ ওই টেপে শেখাওয়াতের বিরুদ্ধে কংগ্রেস এমএলএদের প্রলুব্ধ করে রাজস্থান সরকার ফেলে দেওয়ার অভিযোগ আনা হয়েছে৷

spot_img

Related articles

কথা রাখলেন মমতা: দেবকে পাশে নিয়ে ১৫০০ কোটির ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনা

কথা দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও, রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান করবেন। কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা...

একবিংশ শতকে মধ্যযুগ! আফগানিস্তানে ফিরল ‘দাস প্রথা’-শ্রেণিবিভেদ, আইনি সিলমোহর তালিবানের

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন গোটা বিশ্ব সাম্য আর মানবাধিকারের কথা বলছে, আফগানিস্তান (Afghanistan Crisis) তখন হাঁটছে উল্টো পথে।...

দায়িত্ব নিয়েছিলেন অভিষেক, সেবাশ্রয় ২-এর মধ্যমে চিকিৎসা করিয়ে নিরাময় ১০ বছরের অনুরাগের

নিজের লোকসভা কেন্দ্রের মানুষের কাছে উন্নততর চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সম্মান-জায়গা দেয়নি বিজেপি! তৃণমূলের পতাকা হাতে নিলেন খগেন মুর্মুর প্রথম স্ত্রী অরুণা

সম্মান-জায়গা দেয়নি সিপিএম, বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)...