Wednesday, January 7, 2026

আর্থিক কেলেঙ্কারি মামলায় কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংয়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

Date:

Share post:

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বুধবারই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন, রাজস্থানে সরকার ভাঙার ষড়যন্ত্র করছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত৷

আর তার কয়েকঘন্টা পরই বৃহস্পতিবার, জয়পুরের এক আদালত সঞ্জীবনী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি কেলেঙ্কারি মামলায় এই গজেন্দ্র সিং শেখাওয়াতের ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে৷ শেখাওয়াত, তাঁর স্ত্রী ও অন্যান্যদের বিরুদ্ধে প্রায় ৮৮৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে গত বছর থেকে৷
২০১৯ সালের ২৩ আগস্ট এই দুর্নীতি নিয়ে প্রথম FIR হয়। তখনই SOG বি স্পেশাল অপারেশন গ্রুপ এ বিষয়ে তদন্ত শুরু করে। বিজেপি’র কেন্দ্রীয় মন্ত্রীর নাম SOG’র চার্জশিটে ছিলনা। নাম না থাকা নিয়ে মামলা হয়৷ আদালত সে মামলা খারিজও করে দেয়। এরপর আবেদনকারীরা জয়পুর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ কোর্টের দ্বারস্থ হন। আদালতে মামলার আবেদনকারীরা দাবি করেন, সস্ত্রীক শেখাওয়াত ও অন্যদের কোম্পানিতে এই বিশাল পরিমান টাকা লেনদেন হয়েছে, কিন্তু তাদের ভূমিকা খতিয়ে দেখাই হয়নি। সেই মামলাতে এদিন তদন্তের নির্দেশ দিয়েছে আদালত৷

প্রসঙ্গত, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন, এই শেখাওয়াত এবং অন্যান্য বিজেপি নেতারা প্রলোভন দেখিয়ে রাজস্থানে সরকার ভাঙার ষড়যন্ত্র করছে। সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগও SOG তদন্ত করছে। তদন্ত করে দেখা হচ্ছে দুটি অডিও ক্লিপের সত্যতা কতখানি৷ ওই টেপে শেখাওয়াতের বিরুদ্ধে কংগ্রেস এমএলএদের প্রলুব্ধ করে রাজস্থান সরকার ফেলে দেওয়ার অভিযোগ আনা হয়েছে৷

spot_img

Related articles

শীতে মানুষের পাশে পুলিশ: ৩৫০ দুঃস্থকে শীতবস্ত্র প্রদান সন্দেশখালিতে

শীতের প্রকোপে যখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন, তখন মানবিক উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়ালো...

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি ২০ জানুয়ারি থেকে, ঘোষণা পর্ষদের

চলতি মাসের ২০ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হবে বলে জানাল মধ্য শিক্ষা পর্ষদ। ওই...

কলকাতা ও হাওড়ায় বায়ুদূষণ নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে 

কলকাতা ও হাওড়া শহরজুড়ে ক্রমবর্ধমান বায়ুদূষণ রুখতে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আকাশ শর্মা নামে এক...

জনজোয়ারের অপেক্ষায় ইটাহার! অভিষেকের রোড শো ঘিরে উৎসবের মেজাজ উত্তর দিনাজপুরে

বুধবার ইটাহার শহর কার্যত জনজোয়ারে ভাসতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সফরকে ঘিরে...