১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে আইপিএল

আইপিএল নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, সেই দীর্ঘ জল্পনা শেষ হতে চলেছে । আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল জানিয়েছিলেন, টুর্নামেন্ট হলে আরব আমিরশাহিই দৌড়ে এগিয়ে।
সংবাদসংস্থা সূত্রে খবর, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল। খেলা হবে আরব আমিরশাহিতেই। চলতি সপ্তাহেই আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। আরও জানা গিয়েছে , ১৯ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আসলে টুর্নামেন্ট আরও এক সপ্তাহ এগিয়ে আনার কথা ভাবা হচ্ছে। যাতে ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় ক্রিকেটারেরা বিশ্রাম ও প্রস্তুতির পর্যাপ্ত সময় পান।
সোমবারই আইসিসি জানিয়েছে যে, করোনার প্রকোপের জন্য এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে না। পরের বছর হবে সেই টুর্নামেন্ট। তারপর থেকেই আইপিএল হওয়ার সম্ভাবনা জোরাল হয়েছিল।
আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর সূচি প্রকাশিত হতে পারে। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ৫১ দিনের টুর্নামেন্ট হবে। ফাইনাল হবে ৮ নভেম্বর। অগাস্টের ২০ তারিখ নাগাদ আরব আমিরশাহি পৌঁছে গিয়ে শিবির শুরু করে দিতে পারে ফ্র্যাঞ্চাইজি দলগুলি সেই অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিদের দল তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।