ভাইরাসে আক্রান্ত হয়ে ফের মৃত্যু কলকাতা পুলিশে, এবার হেস্টিংস থানার পুলিশকর্মী

ফের ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো পুলিশকর্মীর। দিন কয়েক আগে হেস্টিংস থানার পুলিশকর্মী কৃষ্ণকান্ত বর্মন ভাইরাসে আক্রান্ত হন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখানে মৃত্যু হয়েছে মধ্যবয়সী পুলিশকর্মীর।

গত ১৬ জুলাই এক দিনে কলকাতা পুলিশের ৩০ জন কর্মী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই তালিকায় নাম ছিল ট্রাফিক পুলিশের পাশাপাশি দক্ষিণ ও মধ্য কলকাতার বেশ কয়েকটি থানার পুলিশকর্মীদের। রিপোর্ট পজিটিভ আসার পর হোম আইসোলেশন ছিলেন কৃষ্ণকান্ত বর্মন। কিন্তু পরে অবস্থার অবনতি হয়। ফলে তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে।

শুক্রবারে কলকাতা ট্রাফিক পুলিশের ইকুইপমেন্ট সেলের অফিসার ইন-চার্জ অভিজ্ঞান মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল। তার ২৪ ঘণ্টার মধ্যে ফের মৃত্যু কলকাতা পুলিশে। কলকাতা পুলিশের পক্ষ থেকে এই মৃত্যুর খবর জানানো হয়েছে। নিজেদের ফেসবুক পেজে কলকাতা পুলিশ লিখেছে, “কোভিড যুদ্ধে সামনে থেকে লড়ছিলেন তিনি। প্রয়াত সহযোদ্ধার পরিবারের হাতে রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা অনুযায়ী দশ লক্ষ টাকা তুলে দেওয়া হবে। প্রয়াত সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা আছি, এবং থাকব সর্বতোভাবে।”

Previous articleবন্যায় বিপর্যস্ত অসম ও বিহার, ভারী বৃষ্টির সম্ভাবনা এই রাজ্যগুলিতে
Next articleলকডাউনে যারা কর্মী ছাঁটাই করছেন তাদের নৈতিকতা নেই! প্রশ্ন রতন টাটার