অ্যান্টিবডি টেস্টের ব্যবস্থা সিপিআইএমের যাদবপুর এরিয়া কমিটির

কোভিড 19 টেস্ট করাতে যখন প্রচুর খরচ করতে হচ্ছে, তখন মাত্র 450 টাকায় কোভিডের অ্যান্টিবডি টেস্টের ব্যবস্থা করল সিপিআইএমের যাদবপুর এরিয়া কমিটি। দোসরা অগাস্ট সকাল 11 টা থেকে যাদবপুর বিদ্যাসাগর পাঠাগারে এই পরীক্ষা হবে। আইসিএমআর-এর অনুমোদিত কিট দিয়েই পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।

চারিদিকে যখন ভাইরাস সংক্রমণ দ্রুত হারে বেড়ে যাওয়ার খবর মিলছে। তখন অনেকেই জানতে চাইছেন শরীরে এই ভাইরাসের অ্যান্টিবডি অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কি না? জানতেই এই টেস্টের ব্যবস্থা করা হচ্ছে। এতে পেশাদারী সহায়তা করছে ‘থাইরোকেয়ার’।
এর আগে আলিমুদ্দিনে দলীয় কার্যালয় সদস্যদের অ্যান্টিবডি টেস্টের ব্যবস্থা করেছিল সিপিআইএম। এবার কম খরচে সেটা সাধারণ মানুষের জন্য আয়োজন করা হচ্ছে।

Previous articleকলকাতা পুরসভার অভূতপূর্ব উদ্যোগ: করোনাকে জয় করার মন্ত্র শোনাবেন করোনা জয়ীরাই
Next articleফুটবলের ময়দান এখন অতীত, লকডাউনের আবহে জীবনটাই বদলে গিয়েছে ওদের