শুক্রবার দুপুরে এখন বিশ্ববাংলা সংবাদে খবরটি প্রকাশিত হয়। জানা যায়, মেডিক্যালে ১৭টি ভেন্টিলেশন মেশিন একতলায় ১০ দিনের বেশি পড়ে রয়েছে। অথচ চিকিৎসা করাতে গিয়ে মানুষকে বারবার বাধা পেতে হচ্ছে। শোনা যাচ্ছে ভেন্টিলেশন মেশিনের অভাব। আর মেডিক্যালে অনাদরে পড়ে অসংখ্য ভেন্টিলেশন মেশিন! টেকনিশিয়ান না থাকার কারণেই নাকি এই বিপত্তি। আর খবর প্রকাশের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই চলে এলেন টেকশিয়ান এবং ভেন্টিলেশন মেশিনও বসে গেল তিনটি বিভাগে। সবচেয়ে বিস্ময়ের হলো এই ঘটনাকে লঘু করতে গিয়ে প্রখ্যাত চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় বলেছেন, আমাদের মনে রাখতে হবে যে সব রোগী হাসপাতালে ভর্তি হন, তাদের ৫% শতাংশের মাত্র ভেন্টিলেশনের দরকার হয়। অর্থাৎ মেডিক্যালের এই মেশিন কাজে লাগবে না! অর্থাৎ ৫০০ বেডের হাসপাতালে ২৫টির বেশি দরকার নেই! তাহলে অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে না কেন, প্রশ্ন একাধিক চিকিৎসকের।
