Thursday, August 28, 2025

বাবরি ধ্বংস নিয়ে ৯২-এর আদবানিকে টানা সাড়ে চার ঘণ্টার জেরা

Date:

Share post:

বাবরি মসজিদ ধ্বংস মামলায় সিবিআই আদালতে সাক্ষ্য দিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি। লখনউয়ের বিশেষ আদালতের করা টানা সাড়ে চার ঘন্টার প্রশ্নোত্তর পর্বে ১০০টি প্রশ্নের মুখোমুখি হলেন আদবানি। তবে গোটা পর্বটি হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সকাল ১১টা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত এই প্রশ্নোত্তর পর্ব চলে। উল্লেখ্য আগামী ৫ অগাস্ট অযোধ্যা রাম মন্দির নির্মাণের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।

সুপ্রিম কোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়েছে বাবরি মসজিদ ধ্বংসের সঙ্গে অভিযুক্ত ৩২ জনের শুনানি ৩১ অগাস্টের মধ্যে করতে হবে। সেই কারণেই দ্রুততার সঙ্গে সিবিআইয়ের শুনানি পর্ব শুরু হয়েছে। ইতিমধ্যে উমা ভারতী, কল্যান সিংহ আদালতে হাজিরা দিয়েছেন। ৮৬ বছরের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর যোশী বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে সাক্ষ্য দিয়েছেন, আর শুক্রবার দিলেন ৯২ বছরের আদবানি। যোশীর মতোই আদবানিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের সময় ঘটনাস্থলের কাছেই ছিলেন আদবানি এবং যোশী। তাঁদের প্ররোচনায় বাবরি ধ্বংসের অভিযোগ। যদিও তাঁরা সে দাবি মানতে নারাজ। মূলত রাম জন্মভূমি আন্দোলনকে সামনে রেখে ২ জন সাংসদ থেকে বিজেপির আজকের এই পরিণতি। অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হলেও অনেকেই মনে করেন আদবানির নেতৃত্বে রাম জন্মভূমি আন্দোলন না হলে মোটেই বিজেপি ক্ষমতায় আসতে পারতো না। সেই আন্দোলনের মূল দুই মুখ আদবানি এবং যোশীকে শাস্তির মুখে পড়তে হলে মুখ পুড়বে বিজেপির। তাই যোশী এবং আদবানি সিবিআইয়ের মুখোমুখি হওয়ার আগেই দুঁদে আইনজীবীদের নিয়ে তাঁদের বাসভবনে চলে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখার বিষয় এর পরিণতি কী হয়!

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...