Thursday, December 4, 2025

করোনাযুদ্ধে কৃতিত্বের স্বীকৃতি অ্যাডামাস ও শমিত রায়ের

Date:

Share post:

মহামারি আবহেও পঠন-পাঠন, মূল্যায়ন প্রক্রিয়াকে সচল রেখেছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। শুধু তাই কঠিন পরিস্থিতিতে মানবিকতার নজির সৃষ্টি করেছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক শমিত রায়। আর তাই বিশ্বের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বীকৃতি দেওয়া হলো অ্যাডামাস বিশ্ববিদ্যালয় সহ আচার্য অধ্যাপক শমিত রায়কে। রাশিয়ার লমনোসভ মস্কো স্টেট ইউনিভার্সিটি এবং ভাইটাস বেরিং কামচাটকা স্টেট ইউনিভার্সিটি, ইউকে – র বাথ স্পা ইউনিভার্সিটি, ইন্দোনেশিয়ার পেট্রা ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি, ইতালির ইউনিভার্সিটি অফ জেনোয়া, ইউক্রেনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ফার্মেসি এবং ন্যাশনাল ইকোনোমিক ইউনিভার্সিটি, বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পোল্যান্ডের জেসজো ইউনিভার্সিটি অফ টেকনোলজি, মঙ্গলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি অফ এডুকেশন বেলজিয়ামের ইউরোপিয়ান ইউনিয়নস হিউম্যান রাইটস উইদাউট ফ্রন্টিয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেছে।

গত ছয় বছরেরও বেশি সময় ধরে অ্যাডামাস বিশ্ববিদ্যালয় শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। এমনকী সংকটকালীন পরিস্থিতিতেও তার অন্যথা হয়নি। পড়ুয়াদের স্বার্থে ১৫ মার্চ ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়। কঠিন পরিস্থিতিতে মানবিকতার নজির তৈরি করে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ১০০০ বেডের কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়। পাশাপাশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থাও করা হয়। ভাইরাস আক্রান্তদের থাকা, খাওয়া সহ যাবতীয় দায়িত্ব নেয় কর্তৃপক্ষ। নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিদিন জীবাণুমুক্ত করার কাজ হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক শমিত রায় বলেন, “যেসব শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে আমাদের গোটা দলটা না থাকলে এই কাজ করা সম্ভব হতো না। আমাদের অধ্যাপক সহ অন্যান্যরা লকডাউনের মধ্যেও শিক্ষার প্রসার ঘটাতে সাহায্য করেছে। ইউজিসি এবং কেন্দ্র ও রাজ্য সরকারের নিয়ম মেনে এই কাজ আমরা চালিয়ে যাব। এই স্বীকৃতি কাজ করে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।”

 

spot_img

Related articles

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...