নাম না করে প্রধানমন্ত্রীর কাছে রাজ্যপালের বিরুদ্ধে ‘নালিশ’ মমতার

“আপনি এখনও সহযোগিতা করছেন। তার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু সাংবিধানিক পদে থেকে কেউ কেউ রাজ্যের বিরোধিতা করছে।”- অত্যাধুনিক কোভিড পরীক্ষা কেন্দ্র উদ্বোধনের রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম না করে এই ভাবেই প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “আপনি নন, কিন্তু কেউ কেউ অসহযোগিতা করছেন”। ভাইরাস মোকাবেলায় রাজ্য-কেন্দ্র একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেন মমতা। ফের একবার মনে করিয়ে দেন, তিনি রাজ্যের নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই। কিন্তু সাংবিধানিক পদে থেকে কেউ সরকারের কাজে বারবার দিচ্ছেন। অসহযোগিতা করছেন। যা কাম্য নয় বলেও মন্তব্য করেন মমতা।
রাজ্যের ভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বারবার সরকারের তরফে জবাব দেওয়া হয়েছে। এমনকী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ে ভার্চুয়াল সভা থেকে এই অভিযোগের জবাব দেন। এদিন না করে প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের বিরুদ্ধে রাজ্যপালের অসহযোগিতার নালিশ জানালেন মুখ্যমন্ত্রী।

Previous articleকরোনাযুদ্ধে কৃতিত্বের স্বীকৃতি অ্যাডামাস ও শমিত রায়ের
Next articleযাদের সন্দেহ ছিল, তাদের জন্য ওই বিবৃতি! মুকুল নিয়ে দিলীপ