যাদের সন্দেহ ছিল, তাদের জন্য ওই বিবৃতি! মুকুল নিয়ে দিলীপ

যাদের মনে হচ্ছিল উনি বিজেপিতে নেই, তাদের জন্য বলেছেন। আমাদের কোনও সন্দেহ ছিল না যে উনি বিজেপিতেই আছেন। দিল্লিতে টানা পাঁচদিন ধরে দলীয় বৈঠকের ফাঁকে মুকুল রায়ের বিজেপিতে থাকা না থাকা প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। সেই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি জানালেন, বিধানসভা ধরে ধরে দলীয় আলোচনা, পর্যালোচনা চলছে। চলছে একুশের প্রস্তুতি। সেই সঙ্গে সিএএ-র বাস্তবায়ন কেন্দ্রের সরকারের কাছে বড় পদক্ষেও তেমনি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন বিজেপির কাছে গর্বের বিষয়। দিলীপের দাবি তৃণমূলের অনেক মন্ত্রী-নেতা তাঁর সঙ্গে যোগাযোগ রাখেন। তার অর্থ এই নয় সকলেই বিজেপিতে আসবেন।

Previous articleনাম না করে প্রধানমন্ত্রীর কাছে রাজ্যপালের বিরুদ্ধে ‘নালিশ’ মমতার
Next articleঅভিভাবকহীন ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই সভাপতি পদে মেয়াদ শেষ সৌরভের