Tuesday, November 4, 2025

ফিরে গেল অ্যাম্বুল্যান্স, বাড়ির উঠোনেই কবর দিতে হল ভাইরাস আক্রান্তের মৃতদেহ!

Date:

বনগাঁ , শ্যামপুকুরের পর এবার কোলাঘাট।
ফের অমানবিক চিত্র দেখা গেল রাজ্যে! খবর দেওয়ার পরেও অ্যাম্বুল্যান্স এল দেরিতে। বাড়িতেই মৃত্যু হল ভাইরাস আক্রান্ত রোগীর। কোনও রকম সাহায্য না করেই ফিরে গেল স্বাস্থ্য দফতরের অ্যাম্বুল্যান্স। বাধ্য হয়ে মৃতদেহ কবর দেওয়া হল বাড়ির উঠোনে! এমনই অভিযোগ কোলাঘাটের এক পরিবারের।

ঠিক কী ঘটেছিল?

জানা গিয়েছে, গত সপ্তাহের শুরুর দিকে অসুস্থ হয়ে পড়েন কোলাঘাটের এক বৃদ্ধ। নাম সনাতন প্রধান। পরের দিনই তাঁকে ভাইরাস পরীক্ষা করার জন্যে নিয়ে যান তাঁর ছেলে। তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বৃদ্ধকে হাসপাতলে ভর্তি করতে বলেন চিকিৎসক। এরপরে বৃদ্ধের দুই ছেলে অ্যাম্বুল্যান্সে খবর দেন। অ্যাম্বুল্যান্স পাঠানো হচ্ছে বলে জানানো হয়। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই সনাতনবাবুর অবস্থার অবনতি ঘটতে শুরু করে। অভিযোগ, স্বাস্থ্য দফতরের অ্যাম্বুল্যান্স যখন তাঁর বাড়ির দোরগোড়ায় পৌঁছয় তখনই তাঁর মৃত্যু হয়। ফলে অ্যাম্বুল্যান্সের চালক জানান, তাঁরা মৃত ব্যক্তির দেহ বহনে অপারগ, এক্ষেত্রে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।

মৃতের পরিবারের অভিযোগ, অ্যাম্বুল্যান্স চলে যাওয়ার পর থেকে পুলিশ প্রশাসনের জন্যে হাপিত্যেশ করে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন মৃত সনাতন প্রধানের বাড়ির লোকজন। অনেকক্ষণ পর সরকারি দফতরের কয়েকজন সেখানে এসে দুটি পিপিই কিট মৃতের দুই ছেলের উদ্দেশে ছুঁড়ে দিয়ে বলেন কিট পরে তাঁর বাবার শেষকৃত্যের ব্যবস্থা করতে। কোনও উপায় না পেয়ে তাঁর দুই ছেলে বাড়ির উঠোনেই কবর দেন বৃদ্ধের মৃতদেহ।

Related articles

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...
Exit mobile version