Thursday, August 21, 2025

ফিরে গেল অ্যাম্বুল্যান্স, বাড়ির উঠোনেই কবর দিতে হল ভাইরাস আক্রান্তের মৃতদেহ!

Date:

বনগাঁ , শ্যামপুকুরের পর এবার কোলাঘাট।
ফের অমানবিক চিত্র দেখা গেল রাজ্যে! খবর দেওয়ার পরেও অ্যাম্বুল্যান্স এল দেরিতে। বাড়িতেই মৃত্যু হল ভাইরাস আক্রান্ত রোগীর। কোনও রকম সাহায্য না করেই ফিরে গেল স্বাস্থ্য দফতরের অ্যাম্বুল্যান্স। বাধ্য হয়ে মৃতদেহ কবর দেওয়া হল বাড়ির উঠোনে! এমনই অভিযোগ কোলাঘাটের এক পরিবারের।

ঠিক কী ঘটেছিল?

জানা গিয়েছে, গত সপ্তাহের শুরুর দিকে অসুস্থ হয়ে পড়েন কোলাঘাটের এক বৃদ্ধ। নাম সনাতন প্রধান। পরের দিনই তাঁকে ভাইরাস পরীক্ষা করার জন্যে নিয়ে যান তাঁর ছেলে। তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বৃদ্ধকে হাসপাতলে ভর্তি করতে বলেন চিকিৎসক। এরপরে বৃদ্ধের দুই ছেলে অ্যাম্বুল্যান্সে খবর দেন। অ্যাম্বুল্যান্স পাঠানো হচ্ছে বলে জানানো হয়। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই সনাতনবাবুর অবস্থার অবনতি ঘটতে শুরু করে। অভিযোগ, স্বাস্থ্য দফতরের অ্যাম্বুল্যান্স যখন তাঁর বাড়ির দোরগোড়ায় পৌঁছয় তখনই তাঁর মৃত্যু হয়। ফলে অ্যাম্বুল্যান্সের চালক জানান, তাঁরা মৃত ব্যক্তির দেহ বহনে অপারগ, এক্ষেত্রে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।

মৃতের পরিবারের অভিযোগ, অ্যাম্বুল্যান্স চলে যাওয়ার পর থেকে পুলিশ প্রশাসনের জন্যে হাপিত্যেশ করে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন মৃত সনাতন প্রধানের বাড়ির লোকজন। অনেকক্ষণ পর সরকারি দফতরের কয়েকজন সেখানে এসে দুটি পিপিই কিট মৃতের দুই ছেলের উদ্দেশে ছুঁড়ে দিয়ে বলেন কিট পরে তাঁর বাবার শেষকৃত্যের ব্যবস্থা করতে। কোনও উপায় না পেয়ে তাঁর দুই ছেলে বাড়ির উঠোনেই কবর দেন বৃদ্ধের মৃতদেহ।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version