রাম মন্দিরের দু’ হাজার ফুট নীচে কী রেখে আসা হচ্ছে?

ভবিষ্যতে যাতে অন্য কেউ রামমন্দিরের জমির অধিকার বা দাবি তুলতে না পারে, তারজন্য অভিনব পদক্ষেপ রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের। মন্দির নির্মাণের মূল যে জমি, সেই জমির প্রায় ২০০০ ফুট নীচে রামজন্মভূমির ইতিহাস আর তথ্য রেখে দেওয়া হচ্ছে।

ট্রাস্টের পক্ষে কামেশ্বর চৌপাল জানাচ্ছেন, একটি ক্যাপসুলের মধ্যে এগুলি থাকবে। তামার পাত্রে। ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া শ্রীরামচন্দ্র যে সব জায়গায় পা রেখেছিলেন, সেখানকার তীর্থস্থানের জল আর মাটি নিয়ে যাওয়া হচ্ছে অযোধ্যায়। ৫ অগাস্ট ভূমিপুজোর দিন সেই মাটি এবং জল ব্যবহার করবেন প্রধানমন্ত্রী, মোহন ভাগবত, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও ট্রাস্টের সদস্যরা।

Previous articleফিরে গেল অ্যাম্বুল্যান্স, বাড়ির উঠোনেই কবর দিতে হল ভাইরাস আক্রান্তের মৃতদেহ!
Next articleঘরণীর জন্মদিনে কেক বানিয়ে প্রথম ইনিংসে সফল বিরাট