Tuesday, December 2, 2025

সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার? রাজস্থান ইস্যুতে দ্বিধাবিভক্ত কংগ্রেস

Date:

Share post:

রাজস্থান সংকট নিয়ে হাইকোর্টে মামলা চলাকালীন তড়িঘড়ি সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে মতভেদ ছিল কংগ্রেসের আইনজীবীদের মধ্যেই। স্পিকারকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন কপিল সিব্বল। কিন্তু তাতে আপত্তি ছিল অভিষেক মনু সিংভির। হাইকোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে না চাওয়ায় মুখ পুড়েছে কংগ্রেসের। অন্যদিকে রাজস্থান হাইকোর্টের নির্দেশ স্বস্তি দিয়েছে বিক্ষুব্ধ শচিন পাইলট শিবিরকে। ফলে এখন আইনি লড়াইয়ের যৌক্তিকতা নিয়ে কংগ্রেসের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। দলীয় সূত্রের খবর, সোমবার সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করতে পারেন রাজস্থানের স্পিকার সিপি যোশী।

বস্তুত, সাংবাধানিক না রাজনৈতিক কোন পথে রাজস্থান সংকটে এগনো হবে, এই টানাপোড়েনে দ্বিধাবিভক্ত প্রদেশ কংগ্রেস। দলের এক পক্ষ চাইছে, সুপ্রিম কোর্ট থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার করে রাজনৈতিকভাবে সংকটের মোকাবিলা করুক কংগ্রেস। অন্য একটি অংশের দাবি, আদালতেই নিষ্পত্তি হোক রাজস্থান সংকটের। এরই মধ্যে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরোধী শিবিরকে বড়সড় স্বস্তি দিয়েছে রাজস্থান হাইকোর্ট। এখনই বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না বলে বিধানসভার অধ্যক্ষকে জানিয়েছে হাইকোর্ট। অন্যদিকে হাইকোর্টকে আইনসভার অভ্যন্তরীণ বিষয় থেকে বাইরে রাখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন খোদ অধ্যক্ষ সিপি যোশী। সোমবার শীর্ষ আদালতে মামলার শুনানি হওয়ার কথা। অন্যদিকে বিধানসভার অধিবেশন ডেকে সরকারের শক্তি প্রদর্শন করতে সক্রিয় হয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। যদিও রাজ্যপাল কলরাজ মিশ্র এখনই বিধানসভার অধিবেশন ডাকতে রাজি নন। এই পরিস্থিতিতে কংগ্রেস শিবিরের অধিকাংশের দাবি, সুপ্রিম কোর্ট থেকে মামলা তুলে নিয়ে রাজস্থানে নির্বাচিত সরকার ফেলার চক্রান্ত হচ্ছে বলে রাজনৈতিক প্রচার শুরু করুক কংগ্রেস।

spot_img

Related articles

বাজেট পরিকল্পনায় ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ জোরদার করতে উদ্যোগ রাজ্যের

আগামী ২০২৬–২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে আরও বেশি সামঞ্জস্য করে প্রণয়নের উদ্যোগ...

গ্রুপ সি -ডি’তে থাকা ‘অযোগ্য’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

গ্রুপ সি ও ডি তে 'অযোগ্য' কারা তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই...

কোহলি ভক্ত ছেলের মাঠে অনুপ্রবেশ, রাঁচি যাচ্ছেন বাবা

নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রবিবার রাঁচির স্টেডিয়ামে বিরাট কোহলির(Virat Kohli) কাছে পৌঁছে গিয়েছিলেন ভক্ত শৌভিক মুর্মু। আবেগ কি...

উচ্চ মাধ্যমিকে ১২ পাতার মধ্যেই উত্তর বাধ্যতামূলক, নয়া নির্দেশ জারি সংসদের

উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৬ সালের চতুর্থ সেমিস্টার থেকে শিক্ষার্থীরা...