বকরি ঈদের ছুটি,চলতি সপ্তাহে এক দিনই লকডাউন? নবান্নে জল্পনা

সংক্রমণ ঠেকাতে বাংলায় প্রতি সপ্তাহে দু’দিন করে সার্বিক লকডাউন করার ঘোষণা করেছে রাজ্য সরকার। গত সপ্তাহে বৃহস্পতি এবং শনিবার রাজ্যজুড়ে লকডাউন হয়েছে। চলতি সপ্তাহে বুধবার লকডাউনের দিন ঘোষণা হয়েছে৷ নবান্ন জানিয়েছিল, আজ, সোমবার বৈঠক করে দ্বিতীয় দিনটি কবে, তা ঘোষণা করা হবে। কিন্তু সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ভিডিও বৈঠক হওয়ার কথা৷ তাই ওই বৈঠক না-হওয়ার সম্ভাবনাই বেশি৷ এদিকে প্রশাসনিক সূত্রের ধারণা, চলতি সপ্তাহে দ্বিতীয় কোনও লকডাউন-দিনের ঘোষণা শেষ পর্যন্ত না-ও হতে পারে। কারণ, এই সপ্তাহে বকরি ঈদের জন্য একটি ছুটির দিন রয়েছেই৷ ছুটির দিনে গাড়ি বা মানুষের গতিবিধি যেহেতু খুব একটা থাকেনা, তাই কারণে চলতি সপ্তাহে শুধু বুধবারই লকডাউন থাকতে পারে৷ তবে পরের সপ্তাহে দু’দিন লকডাউনের ঘোষণা করতে পারে সরকার।

Previous articleসুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার? রাজস্থান ইস্যুতে দ্বিধাবিভক্ত কংগ্রেস
Next articleআজ ফ্রান্স থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছে পাঁচটি রাফাল ফাইটার