সংক্রমণ ঠেকাতে বাংলায় প্রতি সপ্তাহে দু’দিন করে সার্বিক লকডাউন করার ঘোষণা করেছে রাজ্য সরকার। গত সপ্তাহে বৃহস্পতি এবং শনিবার রাজ্যজুড়ে লকডাউন হয়েছে। চলতি সপ্তাহে বুধবার লকডাউনের দিন ঘোষণা হয়েছে৷ নবান্ন জানিয়েছিল, আজ, সোমবার বৈঠক করে দ্বিতীয় দিনটি কবে, তা ঘোষণা করা হবে। কিন্তু সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ভিডিও বৈঠক হওয়ার কথা৷ তাই ওই বৈঠক না-হওয়ার সম্ভাবনাই বেশি৷ এদিকে প্রশাসনিক সূত্রের ধারণা, চলতি সপ্তাহে দ্বিতীয় কোনও লকডাউন-দিনের ঘোষণা শেষ পর্যন্ত না-ও হতে পারে। কারণ, এই সপ্তাহে বকরি ঈদের জন্য একটি ছুটির দিন রয়েছেই৷ ছুটির দিনে গাড়ি বা মানুষের গতিবিধি যেহেতু খুব একটা থাকেনা, তাই কারণে চলতি সপ্তাহে শুধু বুধবারই লকডাউন থাকতে পারে৷ তবে পরের সপ্তাহে দু’দিন লকডাউনের ঘোষণা করতে পারে সরকার।
