হাল চাষ নয় লেখাপড়া করুক মেয়েরা, কৃষককে ট্রাক্টর পাঠালেন সোনু

দুর্দিনে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। তাঁর মানবিকতার নজির পেয়েছে সারা দেশ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে সোনু সুদ হয়েছেন তাঁদের পরমাত্মীয়। আরও একবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। অন্ধ্র প্রদেশের চিতোর জেলার এক কৃষক পরিবারকে ট্রাক্টর দিলেন বলিউড অভিনেতা। সোনু চান মেয়েরা হাল চাষ ছেড়ে লেখাপড়ায় মন দিক।

লকডাউনের জেরে দিশাহীন অবস্থা চিতোরের বাসিন্দা নাগেশ্বর রাওয়ের। বন্ধ করে দিতে হয় চায়ের দোকান। যেটুকু জমি ছিল তাতেই চাষ করা শুরু করেন। এই কাজে হাত লাগায় তাঁর দুই মেয়ে ভেনালা ও চন্দনা। এই ভিডিও ভাইরাল হতেই আসরে নামেন বলিউড অভিনেতা। টুইট করে তিনি জানান, ” মেয়ারা লেখাপড়া করুক। চাষের কাজে সাহায্য করতে ওদের বাড়িতে দু’টো বলদ পৌঁছে যাবে।” পরে মত বদলে সোনু জানান, বলদ নয় পাঠানো হবে ট্রাক্টর।

নাগেশ্বর রাওয়ের স্ত্রী ললিতা রাও বলেন, “এক ঘণ্টার জন্য ট্রাক্টর ভাড়া ১৫০০ টাকা। ২০ বছরের দোকান বন্ধ হয়ে গিয়েছে। হাতে টাকা নেই। তাই ঠিক করি সবাই মিলে এই কাজ করব। আমাদের দুর্দিনে পাশে দাঁড়ালেন উনি। এই ঋণ শোধ করতে পারব না।”

Previous article৮০০ কিলোমিটার হেঁটে রাম মন্দিরের ভূমি পুজোয় মাটি নিয়ে যাচ্ছেন মহম্মদ ফৈয়জ!
Next articleস্ত্রীর বিবাহবর্হিভূত সম্পর্ক জেনে ফেলায় যুবক খুন!