Wednesday, August 27, 2025

অভিভাবকহীন ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই সভাপতি পদে মেয়াদ শেষ সৌরভের

Date:

আজ, ২৭ জুলাই সরকারিভাবে শেষ হচ্ছে বিসিসিআই প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়াদ। গতবছর অক্টোবরে তিনি ৬ মাসের জন্য দায়িত্ব পান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। তবে হিসেবে প্রশাসক হিসেবে এখনও কিছু সময় বিসিসিআই প্রেসিডেন্ট পদে আসীন থাকতে পারবেন প্রাক্তন ভারত অধিনায়ক।

ইতিমধ্যেই তিন বছর পূর্ণ মেয়াদের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সৌরভ। শীর্ষ আদালতে যা এখন বিচারাধীন। যেহেতু, আদালত রায় জানায়নি, তাই আইনমাফিক সৌরভ আপাতত তাঁর পদে বহাল থাকছেন। আর সেই আইনের যাঁতাকলে পড়েই পদাধিকারী হিসাবে কোনও বৈঠকে থাকতে পারবেন না সৌরভ। এই সময়কালের মধ্যে বোর্ডের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করবেন প্রাক্তন ক্রিকেটার তথা আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল।সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একই সঙ্গে মেয়াদ ফুরিয়েছে বিসিসিআই সচিব জয় শাহরও। তিনিও আদালতে মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন।

প্রসঙ্গত, সবমিলিয়ে ক্রিকেট প্রশাসক পদে ৬ বছরের দীর্ঘ মেয়াদ শেষ হলো সৌরভের। প্রথমে প্রশাসক হিসেবে ৫ বছরেরও বেশি সময় সিএবি-র সভাপতি পদে বহাল ছিলেন সৌরভ। তারও আগে ২০১৪ সালে প্রশাসক হিসেবে সিএবি সচিব পদ দিয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর। প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর প্রেসিডেন্ট পদেও অভিষেক হয় তাঁর। এরপর গতবছর অক্টোবরে ৬ মাসের জন্য বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হন সৌরভ। বিসিসিআই অধীনস্থ রাজ্য ক্রিকেট সংস্থা ও বিসিসিআই মিলিয়ে একটানা ৬ বছর প্রশাসকের ভূমিকা পূর্ণ হলো তাঁর।

এবার লোধা কমিটির সুপারিশ অনুযায়ী সৌরভকে বাধ্যতামূলক “কুলিং অফ পিরিয়ড”-এ যেতে হবে। আর এই নিয়মকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সৌরভ। অগাস্ট মাসে এই মামলার শুনানি হওয়ার কথা আছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version