Saturday, November 8, 2025

আলুর দাম বাড়ছে কেন? ব্যাখ্যা দিলেন টাস্ক ফোর্স আধিকারিক

Date:

Share post:

সরকারি নির্দেশিকার পরও আজ, সোমবার শহর কলকাতার বড় বড় বাজার গুলিতে আলু অগ্নিমূল্য। ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ নাজেহাল। আর এই অবস্থায় পরিস্থিতির প্রকৃত কারণ ব্যাখ্যা করেছেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। তাঁর দাবি, রাজ্যে আলু পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। কিন্তু আলুর দাম বাড়ার কারণ, স্টোরেজ থেকে যখন আলু বের হচ্ছে এবং সেখানে যারা এই কাজটি করছে, তাদের জন্যই আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। ফলে পাইকারি বা খুচরো ব্যবসায়ীরা যখন আলু বিক্রি করছেন, তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে।

খুচরো বিক্রেতারা এক কুইন্টাল আলু ২৬৪০ টাকা দামে কিনছেন। অর্থাৎ, প্রতি কেজিতে ২৬ টাকা ৪০ পয়সা দিতে হচ্ছে তাদের। এবং তা বিক্রি করছেন ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে। তাদের যেহেতু অতিরিক্ত দামে কিনতে হচ্ছে তাই সেখান থেকেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

তবে রবীন্দ্রনাথবাবু জানিয়েছেন, হিসেব মতো আলু ১৭ থেকে ১৮ টাকা কেজি দরে খুচরো বিক্রেতাদের
কেনা উচিত এবং তা ক্রেতাদের কাছে বিক্রি করা উচিত প্রতি কেজি ২০ থেকে ২২ টাকা দামে।

কিন্তু খুচরো বিক্রেতা ও সাধারণ ক্রেতাদের মাঝে যে সমস্ত ফোড়ে রয়েছে, তাদের জন্যই এই আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। তবে দীর্ঘদিন যদি এই সমস্যা থাকে তাহলে নিশ্চয়ই রাজ্য প্রশাসন কোনও ব্যবস্থা অবশ্যই নেবে। যেমন এর আগেও রাজ্য প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় গাড়ি করে আলু বিক্রি করা হয়েছিল। প্রগতি ময়দানে আলু বিক্রি করা হয়েছিল। সাধারণ মানুষের সুবিধার্থে কম দামে বিক্রি করা হয়। যদি কিছু মানুষ এই সমস্যার সৃষ্টি করেন সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো কোনও পদক্ষেপ নিতে পারেন বলেও ইঙ্গিত দেন রবীন্দ্রনাথ কোলে।

spot_img

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...