বিজেপি থেকে বহিষ্কৃত কালোসোনা মণ্ডল-সহ ২

দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত বীরভূমের দুই বিজেপি নেতা- কালোসোনা মণ্ডল ও পলাশ মিত্র। বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল ও প্রাক্তন সম্পাদক পলাশ মিত্রর বিরুদ্ধে দলবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগ উঠছিল। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় কালোসোনা মণ্ডলকে তিন ও পলাশ মিত্রকে চার বছরের জন্য দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিজেপি।

পলাশ মিত্রর কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও দলের এই সিদ্ধান্তে প্রকাশ করেছেন কালোসোনা মণ্ডল। পাল্টা দলীয় নেতৃত্বকেই দায়ী করেন তিনি। জানান, কোনও অভিযোগ নয়, তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। দলের লোকেরাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তিনি বলেন, এ রকম চললে সামনের বিধানসভা নির্বাচনে বীরভূমে একটি আসনও পাবে না বিজেপি। এভাবে তাঁকে সরিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন কালোসোনা মণ্ডল।

Previous articleতাঁর করোনা আক্রান্ত হওয়ার গুজব ওড়ালেন রচনা
Next articleকর্মীদের স্বার্থে ওয়ার্ক ফর্ম হোম-এর সময়সীমা বাড়াল গুগল