জঙ্গল পরিদর্শন বেরিয়ে হঠাৎই তাদের সঙ্গে দেখা। রাস্তা জুড়ে লড়াইয়ে ব্যস্ত এক সিংহ এবং সিংহী। তাতে থামিয়ে দিতে হলো পর্যটকদের গাড়ি। সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে।
ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার জুবিন আশারা এই ভিডিও তুলেছেন। ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গিয়েছে সিংহীর হুঙ্কার। বন্য প্রাণীদের কীর্তিকলাপ টুইটারে প্রকাশ করে ‘ওয়াইল্ড ইন্ডিয়া’ নামের একটি পেজ। ওই পেজে শেয়ার করা হয়েছে ভিডিও। জানা গিয়েছে, গুজরাতের গির অরণ্যে তোলা হয়েছে এই ভিডিও।
The Royal affair captured in Gir forest by @zubinashara. Headphone recommended. pic.twitter.com/TgCfRP07rT
— Wild India (@WildIndia1) July 26, 2020
ভিডিওতে দেখা গিয়েছে, থাবা দিয়ে সিংহের মুখে আঁচড় দিতে এগিয়েছে বনের রানি। তাদের এই কাণ্ডের জেরে দাঁড়িয়ে পড়েছে তিনটি পর্যটক বোঝাই জিপ। নেটিজেনদের ধারণা, এরা দম্পতি। মজার ছলে কেউ লিখেছেন, মানুষ হোক বা পশু, সর্বত্র ছড়িয়ে আছে দাম্পত্য কলহ। কেউ আবার বলছেন, বউ বলার পরেও নিশ্চয়ই কোনও জিনিস নিয়ে আসতে ভুলে গিয়েছে এই সিংহ। তাই এমন হাল।