শহরে ফের মৃত্যু করোনাযোদ্ধার

মারণ ভাইরাসের সঙ্গে প্রত্যক্ষ ভাবে লড়াই করছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। এবার ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের এক নার্সের। প্রিয়াঙ্কা মণ্ডল নামে ৩৩ বছর বয়সী ওই নার্স চিকিৎসাধীন ছিলেন বেলেঘাটা আইডি হাসপাতাল।

জানা গিয়েছে, ১২ দিন আগে জ্বর এবং শ্বাসকষ্ট হয় তাঁর। এসএসকেএম হাসপাতালে তাঁর নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসার পর ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিট-এ। ভর্তি হওয়ার কিছুদিন পরই তাঁর অবস্থার অবনতি হয়।তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয়। মঙ্গলবার সকালে ভেন্টিলেশনে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।

এই মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন এসএসকেএম হাসপাতালের সুপার রঘুনাথ মিশ্র। তিনি জানান,  ওই নার্সের অ্যাজমার সমস্যা ছিল। গত ১৬ জুলাই হাসপাতালেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের কেবিনে ভর্তি করা হয়। এরপর তাঁর নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। ১৮ জুলাই রিপোর্ট পজিটিভ এলে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Previous articleচলন্ত অটো থেকে রাস্তায় ছিটকে পড়ে যুবকের মৃত্যু
Next articleহাল চাষে দুই কন্যা, ট্রাক্টর পাঠালেন সোনু, আসল ঘটনা প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ!