অক্লান্ত সোনু, কাজ হারিয়ে সবজিওয়ালি তরুণীর জন্য কী করলেন?

অক্লান্ত সোনু সুদ। এই লকডাউনে গরিবের মসীহা হিসাবে সামনে এসেছেন। এতদিন পরিযায়ীদের ঘর ফেরাচ্ছিলেন নিজের উদ্যাগে। এবার কাজ দেওয়ার চেষ্টা। অন্ধ্রের দুই মেয়েকে হাল চালাতে দেখে ট্রাক্টর পাঠিয়ে দেওয়ার পর এবার কাজ হারিয়ে সবজি বিক্রেতা তরুণীকে চাকরিতে ফেরালেন।

২৬ বছরের তথ্য প্রযুক্তি কর্মী উনাদাদি সারদা করোনা আবহে চাকরি হারান। সংসার চালাতে বাড়ির সামনে সবজি বেচতে শুরু করেন। ভোর চারটেতে ঘুম থেকে উঠে পাইকারি বাজার থেকে সবজি কিনে বিক্রি। সেই দিয়ে সংসার চালানো। ট্যুইটার মারফত খবর পেতেই সোনুর টিম তাদের কাছে গিয়ে ইন্টারভিউ করে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়ে দেয়। বলিউডে সোনু এক অন্য মানুষ। রাজনীতির জগতের মানুষকেও সামাজিক কাজে পিছনে ফেলে দিয়েছেন রঙিন পর্দার ভিলেন!

Previous articleসংবাদমাধ্যমের চাপের মুখে গাফিলতি স্বীকার বনগাঁ হাসপাতালের সুপারের
Next articleদুর্নীতির দায়ে ১২ বছরের কারাদণ্ড মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীর