সংবাদমাধ্যমের চাপের মুখে গাফিলতি স্বীকার বনগাঁ হাসপাতালের সুপারের

সংবাদমাধ্যমে লাগাতার চাপের মুখে শেষ পর্যন্ত গাফিলতির কথা স্বীকার করলেন বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার শংকরপ্রসাদ মাহত। শনিবার রাতে অ্যাম্বুল্যান্সে তুলতে গিয়ে মৃত্যু হয় বনগাঁ বাসিন্দা মাধবনারায়ণ দত্তের। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, বনগাঁ হাসপাতাল থেকে অন্যত্র রেফার করার পরে অ্যাম্বুলেন্সের তোলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের কাছে সাহায্য চাইলে কেউ এগিয়ে আসেননি। এরপর তাঁর মৃত্যু হয়। সেই ভিডিও ফুটেজ সংবাদমাধ্যমে সম্প্রচার করা হয়। সোমবার, হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় ঘটনার তদন্তের জন্য তিনজনের একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই মতো মঙ্গলবার দুপুরে জেলা স্বাস্থ্য দফতরের থেকে তিনজনের একটি প্রতিনিধিদল বনগাঁ মহকুমা হাসপাতালে যায়। তারা ঘটনা স্থাল ঘুরে দেখেন। হাসপালের কর্মী ও হাসপাল সুপারের সঙ্গে ঘটনার বিষয়ে দীর্ঘক্ষণ কথা বলেন।

এরপরে, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হয়ে শংকরপ্রসাদ মাহত বলেন, ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স চালক উপস্থিত ছিলেন। তিনি নিজে ওই রোগীকে সাহায্যের জন্য এগিয়ে আসেননি বা হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ এই মন্তব্য করেন হাসপাতালের সুপার।

Previous article৫০০-র ক্লাবে ঢুকে পড়লেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড
Next articleঅক্লান্ত সোনু, কাজ হারিয়ে সবজিওয়ালি তরুণীর জন্য কী করলেন?