ভাইরাস প্রাণ কাড়ল সেনকো গোল্ডের কর্ণধার শঙ্কর সেনের

ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেলেন সেনকো গোল্ডের কর্ণধার শঙ্কর সেনের। বয়স হয়েছিল ৬৩ বছর। কোভিড আক্রান্ত হয়ে গত দশদিন তিনি ভর্তি ছিলেন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন শঙ্কর সেন। মঙ্গলবার সকালে হার্ট অ্যাটাক হয়ে তাঁর মৃত্যু হয়।

সারা ভারতে অলঙ্কার শিল্পে পরিচিত ছিলেন মুখ শঙ্কর সেন। নয়ের দশকে বাবার তিনটি ছোট সোনার দোকান থেকে এখন সারা দেশের ১৪টি রাজ্যে সেনকো গোল্ডের বিপণী। সেনকো গোল্ডের বার্ষিক টার্নওভার এখন আকাশছোঁয়া। দেশের একশোটিরও বেশি ব্রাঞ্চ রয়েছে তাদের। সেই সংস্থার প্রধানের আকস্মিক চলে যাওয়ায় বিপর্যস্ত সেনকো গোল্ডের কর্মীরা।

Previous articleভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল থানা, জখম ৫ পুলিশকর্মী
Next articleবাংলার ছেলের মাউথ অর্গানের সুরে মুগ্ধ বিগ বি