Monday, August 25, 2025

দীর্ঘ ৭ হাজার কিমি পেরিয়ে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে আজই নামছে রাফাল

Date:

Share post:

দীর্ঘ ৭ হাজার কিমি পথ পেরিয়ে আজ বুধবার ভারতে আসছে রাফাল যুদ্ধবিমান৷ রাফায়েলের প্রথম ব্যাচের ৫টি ফাইটার জেট নিয়ে বায়ুসেনার পাইলটরা প্রবেশ করবেন দেশের আকাশে। ভারতীয় বায়ুসেনার দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাফায়েল আসছে দেশে। অম্বালা এয়ার বেসে রাফায়েলের আগমনে সময় উপস্থিত থাকবেন বায়ুসেনা প্রধান আর কে এস ভাদোরিয়া।

এই কারণে হরিয়ানার আম্বালায় বায়ুসেনার বিমানঘাঁটিতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ কোনও রকম ছবি তোলা, ভিডিও করায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা৷ বিমান ঘাঁটির ৩ কিমি রেডিয়াসের মধ্যে কোনও ব্যক্তিগত ড্রোনও আকাশে ওড়ানো যাবে না বলে বাসিন্দাদের জানিয়ে দিয়েছে আম্বালা জেলা প্রশাসন৷

ধুলকোট, বলদেবনগর, গারনালা ও পঞ্জখোরা বিমানঘাঁটি সংলগ্ন গ্রামগুলিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ সোমবার সকালে ফ্রান্স থেকে রওনা দেয় ৫টি রাফাল বিমান৷ এই দীর্ঘ ৭ হাজার কিমি পথে আকাশে এয়ার-টু-এয়ার জ্বালানি ভরেছে রাফাল৷ এছাড়া আরব আমিরশাহিতে ফরাসি বিমানঘাঁটিতে নেমেছে একবার৷ এ দিন ৫টি রাফাল জেট যখন আম্বালায় নামবে, তখন সেখানে উপস্থিত থাকবেন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া৷
হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, নিরাপত্তাজনীত যাবতীয় ব্যবস্থা নিয়েছে আম্বালা পুলিশ৷ আম্বালা ক্যান্টনমেন্টের ৬ বারের বিজেপি বিধায়ক অনিল ভিজের কথায়, ‘খুবই আনন্দের দিন৷ হাজার হাজার মানুষ আজ আম্বালায় রাফালকে স্বাগত জানাবেন৷’
উল্লেখ্য, রাফায়েল জেট একটানা ১০ ঘন্টা ধরে ওড়ার ক্ষমতা রাখে, তবে এর মাঝে ৬ বার জ্বালানি ভরার প্রয়োজন হবে। এরই মধ্যে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাফায়েল ফাইটার এয়ারক্রাফটে ১০০০ কিলোগ্রামের একটি ক্যামেরা রয়েছে, যা হাজার ফুট নীচে মাটিতে পড়ে থাকা কোনও ছোট ক্রিকেট বলের ছবি পরিষ্কার তুলতে পারবে।
এছাড়াও এই ফাইটার জেট ৫৫ হাজার ফুট উচ্চতায় থাকা কোনও শত্রুপক্ষকে  ধ্বংস করার ক্ষমতা রাখে।

spot_img

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...