Sunday, August 24, 2025

বায়ুসেনার এই অফিসারের জন্যই দ্রুত রাফাল পেল ভারত, জেনে নিন তাঁর সম্পর্কে…

Date:

তাঁর জন্যই দ্রুত রাফাল পেল ভারত।  বায়ুসেনার হাতে যে রাফাল এসে পৌঁছেছে তার একটা বড় কৃতিত্ব দেওয়া হচ্ছে বায়ুসেনার এয়ার কমোডোর হিলাল আহমেদ রাঠেরকে৷ কাশ্মীরের বাসিন্দা তিনি। বায়ুসেনার এই অফিসারই ফ্রান্সে ভারতের এয়ার অ্যাটাশে হিসেবে নিযুক্ত রয়েছেন৷ গত একবছর ধরে নির্মাণকারী সংস্থার সঙ্গে আগাগোড়া যোগাযোগ রক্ষা করে সময়মতো রাফালের সরবরাহ নিশ্চিত করেছেন রাঠের৷ শুধু তাই নয়,ভারতীয় বায়ুসেনার প্রথম অফিসার হিসেবে রাফাল ওড়ানোর কৃতিত্বও রয়েছে তাঁর৷ এই বিষয়ে সমস্ত তথ্য সামনে আসার পরই তাঁকে কাশ্মীরের অনন্তনাগে দেওয়া হয়েছে নায়কের মর্যাদা৷


প্রসঙ্গত, ভারতীয় পরিবেশের জন্য রাফালে কী ধরনের অস্ত্র ব্যবহার করলে তা আরও কার্যকরী হবে, তা নিয়ে নির্মাণকারী সংস্থার বিশেষজ্ঞদের পরামর্শ দিয়েছেন অফিসার রাঠের৷ ভারতের হাতে আসা এই রাফালগুলিতে অন্তত ১৩টি নতুন ক্ষমতা যোগ করার ক্ষেত্রেও প্রোজেক্ট ম্যানেজমেন্ট টিমের সঙ্গে তিনি যোগাযোগ রেখে পুরো বিষয়টি সম্পন্ন করেছেন ৷ রাফাল ওড়ানো ও তাতে জ্বালানি ভরার জন্য ভারতীয় বায়ুসেনার পাইলট এবং টেকনিশিয়ানদের প্রশিক্ষণও চলছে তাঁরই তত্ত্বাবধানে।

এবার জেনে নিন এই বায়ু সেনা অফিসারের কর্মজীবন সম্পর্কে:

বায়ুসেনার পাইলট হিসেবে রাঠেরের কর্মজীবনের রীতিমতো রেকর্ড রয়েছে ৷ তাঁর এত বছরের কর্মজীবনে কোনও দুর্ঘটনা ছাড়াই নিজের কর্মজীবনে প্রায় ৩০০০ ঘণ্টা মিগ ২১, মিরাজ, কিরনের মতো যুদ্ধবিমান উড়িয়েছেন তিনি৷
সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মানো রাঠেরের বাবা মহম্মদ আবদুল্লা রাঠের জম্মু কাশ্মীর পুলিশের ডিএসপি ছিলেন৷ জম্মুর নাগরোটার সৈনিক স্কুলে পড়াশোনা করেন রাঠের৷ ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েট হন রাঠের৷ আমেরিকার এয়ার ওয়ার কলেজ থেকেও ডিসটিংশন নিয়ে গ্র্যাজুয়েট হন রাঠের৷ ১৯৮৮ সালের ১৭ ডিসেম্বর ভারতীয় বায়ুসেনার পাইলট হিসেবে নিযুক্ত হন রাঠের৷

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version