Thursday, August 28, 2025

ভারত-চিন সংঘাত যে সহজে মেটার নয় তা এখন পরিস্কার। পূর্ব লাদাখের গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের ক্ষতও জুড়োবে না তাড়াতাড়ি। বরং চিনের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালানোর পাশাপাশি অর্থনৈতিক ও সামরিক কৌশলে চিনের একাধিপত্যের নীতির উপর চাপ তৈরি করাই ভারতের সামনে গ্রহণযোগ্য পথ। সেই লক্ষ্যে এবার ভারত মহাসাগরে নজিরবিহীন রণসজ্জা প্রদর্শন করে চিনকে বার্তা দিতে চাইল নয়াদিল্লি। সেই উদ্দেশ্যে ভারত মহাসাগরে সাজানো হল নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ। বাহিনীর এক সেনাকর্তা জানিয়েছেন, গালওয়ান উপত্যকায় ২০ জন ভারতীয় সেনার শহিদ হওয়ার জবাব দিতেই ভারতীয় নৌসেনা প্রথম সারির সব যুদ্ধজাহাজ ও সাবমেরিন সাজিয়ে রেখেছে ভারত মহাসাগরে। লাদাখে চিনের আগ্রাসনের নীতি যে ভারতের কাছে আদৌ গ্রহণযোগ্য নয়, তা বোঝাতেই এই ব্যবস্থা।

সম্প্রতি চিন নিয়ে সীমান্তে উত্তেজনার আবহে নিয়মিত বৈঠক করছেন ভারতীয় স্থল, বায়ু ও নৌ সেনাবাহিনীর প্রধানরা। চিন ও পাকিস্তান, দুই বিরোধী শক্তিকে রুখতে সবরকম প্রস্তুতি চূড়ান্ত করার পরিকল্পনা চলছে দফায় দফায়। মঙ্গলবার নতুন করে একদফা জাহাজ ভারত মহাসাগরে পাঠিয়ে চোখে পড়ার মতো বার্তা দেওয়া সম্ভব হলেও প্রস্তুতি চলেছে অনেক দিন ধরেই। কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে মার্কিন রণতরীর সঙ্গে ‘পাসেক্স’ নৌমহড়া সেরে নিয়েছে ভারত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বঙ্গোসাগরে মার্কিন রণতরী ইউএসএস নিমিটিজ়ের সঙ্গে নৌমহড়ায় অংশ নেয় ভারতের নৌবাহিনী। পূর্ব লাদাখে সীমান্ত উত্তেজনার টানটান পরিস্থিতিতে সমুদ্রে অামেরিকা, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে ভারতের যৌথ নৌ-মহড়া যে চিনের জন্য স্বস্তিদায়ক নয় তা বলার অপেক্ষা রাখে না। ভারত মহাসাগরে সেরা রণতরী ও সাবমেরিনের বিপুল সমাবেশ ঘটিয়ে চিনকে কূটনৈতিক বার্তাই দিতে চায় ভারত।

 

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version