বুমরাহ এখন অনেক পিছনে, লাফিয়ে উঠে এলেন স্টুয়ার্ট ব্রড  

চোটের জন্য পিছিয়ে গিয়েছিলেন। এবার লকডাউনের কারণে টানা পাঁচ মাস আন্তর্জাতিক খেলা না থাকায় ভারতের যশপ্রীত বুমরাহ আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে গেলেন। ওয়েস্ট ইন্ডিজ- ইংল্যান্ডের টেস্ট সিরিজ চলছে। সদ্য ৫০০ উইকেট সংগ্রহকারীর ক্লাবে ঢুকেছেন স্টুয়ার্ট ব্রড। তৃতীয় টেস্টে ১০ উইকেটও নিয়েছেন। ফলে সাতটি ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন, চতুর্থ টিম সাউদি। বুমরাহ নেমে গিয়েছেন অষ্টম স্থানে। বোলিংয়ের র‍্যাঙ্কিয়ের এক নম্বরে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।বেন স্টোক্স শেষ টেস্টে ব্যাটিংয়ে খারাপ ফর্মের কারণে চতুর্থ স্থানে নেমেছেন। একে স্টিভ স্মিথ, দুয়ে কোহলি, তৃতীয় মার্ক লাবুসেন।

Previous articleসুশান্ত কাণ্ডে এবার হস্তক্ষেপ ইডির
Next articleশিরোনামে ম্যাথু স্যামুয়েল,’তহেলকা স্টিং’ মামলায় জয়া জেটলি-সহ ৩জনের কারাদণ্ড