করোনার কারণে ভোট পিছোতে চান ট্রাম্প

এবছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। কিন্তু বিশ্ব মহামারি পরিস্থিতি এবং আমেরিকায় ভয়াবহ করোনা সংকটের জেরে ভোট পিছোতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই টুইট করে এই সম্ভাবনা উসকে দিয়েছেন প্রেসিডেন্ট। ট্রাম্প লিখেছেন, মার্কিনিরা যাতে ভালভাবে, নিরাপদে ও সাবধানে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে ভোট কি পিছোবে? ট্রাম্পের এই টুইটের পরই স্পষ্ট হয়ে গিয়েছে ভোট পিছনোর পক্ষপাতী প্রেসিডেন্ট। এক্ষেত্রে তাঁর হাতিয়ার বর্তমানের করোনা পরিস্থিতি।

রিপাবলিকান প্রার্থী হিসাবে এবারও ভোটে লড়ছেন ট্রাম্প। তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। মহামারি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে ইতিমধ্যেই প্রাক নির্বাচনী সমীক্ষায় পিছিয়ে অাছেন ট্রাম্প। এই অবস্থায় তাঁর ভোট পিছনোর আর্জি আদৌ বাস্তবায়িত হয় কিনা তা এখন দেখার।

 

Previous articleবছর পূর্তিতেও আলগা খোঁচা দিতে ছাড়লেন না রাজ্যপাল
Next articleলকডাউনে জনস্রোতে ভেসে শেষকৃত্য ছোড়দা’র