এবার থেকে আংশিক লকডাউনের সময় সীমা বেলা বারোটার পরিবর্তে বেলা তিনটে পর্যন্ত করল জেলা প্রশাসন। বাজার খোলা থাকছে ঈদ ও তার আগের দিন। পূর্ণ দিবস লকডাউনের তারিখ অপরিবর্তিত থাকছে। বৃহস্পতিবার, দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, শ্রমিক ও ছোট খাটো ব্যবসায়ীদের কথা ভেবে এবার থেকে আংশিক লকডাউনের সময় সীমা পরিবর্তন করা হল। বেলা ১২টার পরিবর্তে বেলা ৩টা পর্যন্ত বাজার-হাট খোলা থাকবে। লকডাউন লাগু হবে বেলা ৩ টা থেকে রাত ১১টা পর্যন্ত।

পাশাপাশি, সামনের শুক্রবার ও শনিবার ঈদের দিন কোন লক ডাউন থাকছে। ওই দুই দিন স্বাভাবিক অন্যান্য দিনের মতো সারা দিন রাত বাজার খোলা থাকবে।
