ইস্টবেঙ্গলের নতুন কোচ ফ্রান্সেসকো জোস ব্রুটো দ্য কোস্তা। গোয়ার মারগাঁওয়ের। ২০১৬ তে নর্থ ইস্ট ইউনাইটেডের সহকারী কোচ ছিলেন। ছিলেন মালয়েশিয়ার জাতীয় দলের সহকারী কোচ। ক্লাব লাইসেন্সিংয়ের কারণে একজন কোচের নাম জানানো বাধ্যতামূলক ছিল। ২০ বছর বয়স থেকে কোচিং করাচ্ছেন তিনি। ভারতের অনূর্ধ্ব ১৪, ১৭,১৯ দলেরও কোচ ছিলেন। ৩৮ বছরের কোস্তা ইস্টবেঙ্গলের দায়িত্ব পেয়ে খুশি।
