Wednesday, July 9, 2025

টাইমস স্কোয়ার হবে ভার্চুয়াল অযোধ্যা, হবে মিষ্টি বিতরণ, ৫ আগস্টে ঠাসা কর্মসূচি মার্কিন মুলুকে

Date:

Share post:

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্যে আগামী ৫ আগস্ট ঠিক যে মুহুর্তে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক তখনই ভগবান রাম এবং অযোধ্যা মন্দিরের থ্রিডি ছবি ফুটে উঠবে সুদূর মার্কিন মুলুকের নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে৷ ওই দৃশ্য দেখবেন গোটা দুনিয়ার অসংখ্য মানুষ৷

ঠিক এই আয়োজনই করেছে আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার্স কমিটি৷ কমিটির সভাপতি জগদীশ শেওয়ানি বলেছেন,ঐতিহাসিক যে মুহূর্তে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী, ঠিক সেই সময়েই আমেরিকার মানুষজন তাঁদের প্রিয় টাইমস স্কোয়ারে ভগবান রাম ও অযোধ্যা মন্দির দর্শন করতে পারবেন। শেওয়ানি জানিয়েছেন, টাইমস স্কোয়ারের সব বিলবোর্ড এই অনুষ্ঠানের জন্য ভাড়া করা হয়ে গিয়েছে। থাকছে দৈত্যাকার ন্যাসডাক স্ক্রিন এবং ১৭,০০০ বর্গফুট বিশিষ্ট একটি LED ডিসপ্লে স্ক্রিন৷ এই স্ক্রিনে পর পর সব ছবি দেখানো হবে। বর্ণনা করা হবে রাম মন্দিরে ইতিবৃত্তান্ত।

জানা গিয়েছে, ৫ আগস্ট সকাল ৮ টা থেকে রাত ১০টা পর্যন্ত হিন্দি ও ইংরেজিতে ‘জয় শ্রী রাম’ শব্দটি ফুটে উঠবে LED স্ক্রিনে৷ সারাদিন ধরে বিলবোর্ডে দেখানো হবে ভগবান রামের নানা ছবি এবং ভিডিও। দেখানো হবে রাম মন্দিরের নকশা ও স্থাপত্যের থ্রি-ডি প্রতিকৃতি। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদির ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবিও প্রতিমুহুর্তে দেখানো হবে। ৫ আগস্ট বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র টাইমস স্কোয়ার হয়ে যেতে পারে ভার্চুয়াল অযোধ্যা নগরী৷
এখানেই শেষ নয়, আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সভাপতি জগদীশ শেওয়ানি জানিয়েছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয়রা মিষ্টি বিতরণ করতে ৫ আগস্ট টাইমস স্কোয়ারে জড়ো হবেন৷ প্রধানমন্ত্রী মোদির জন্যেই এই দিনটি এসেছে তাই আমরা এটা দারুণ ভাবে উদযাপন করতে চাই।”

spot_img

Related articles

ধর্মঘট সফল করতে জায়গায় জায়গায় অশান্তির চেষ্টা বামেদের, যাদবপুরে সিপিএমের মিছিলে আগুন!

কৃষক শ্রমিক বিরোধী কেন্দ্রীয় আইনের প্রতিবাদে দেশজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘট দেখেছে ট্রেড ইউনিয়নগুলি। বাংলায় এর কোন প্রভাব না...

গুজরাটে দুর্ঘটনা, ভাঙল গম্ভীরা সেতু! একাধিক গাড়ি নদীতে!

বুধের সকালে গুজরাটে ভয়াবহ দুর্ঘটনা(Gujrat accident)। ভদোদরা জেলার মহিসাগর নদীর উপরে থাকা ৪৫ বছরের পুরনো গম্ভীরা সেতু মাঝখান...

নিম্নচাপ ঘূর্ণাবর্তের পার্টনারশিপে আগামী তিনদিন দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রাজ্যজুড়ে ভরা বর্ষার (Monsoon) মরশুম। সোমবার থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টির ধারায় জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। ছাতা আর...

রেললাইন পার হওয়ার সময় স্কুলবাসে ধাক্কা ট্রেনের, বড় দুর্ঘটনা তামিলনাড়ুতে

স্কুলে যাওয়ার আশা নিয়ে বেরিয়েছিলেন পড়ুয়ারা, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হতে হল তাঁদের। তামিলনাড়ুর কুড্ডালোর...