Friday, May 16, 2025

টাইমস স্কোয়ার হবে ভার্চুয়াল অযোধ্যা, হবে মিষ্টি বিতরণ, ৫ আগস্টে ঠাসা কর্মসূচি মার্কিন মুলুকে

Date:

Share post:

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্যে আগামী ৫ আগস্ট ঠিক যে মুহুর্তে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক তখনই ভগবান রাম এবং অযোধ্যা মন্দিরের থ্রিডি ছবি ফুটে উঠবে সুদূর মার্কিন মুলুকের নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে৷ ওই দৃশ্য দেখবেন গোটা দুনিয়ার অসংখ্য মানুষ৷

ঠিক এই আয়োজনই করেছে আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার্স কমিটি৷ কমিটির সভাপতি জগদীশ শেওয়ানি বলেছেন,ঐতিহাসিক যে মুহূর্তে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী, ঠিক সেই সময়েই আমেরিকার মানুষজন তাঁদের প্রিয় টাইমস স্কোয়ারে ভগবান রাম ও অযোধ্যা মন্দির দর্শন করতে পারবেন। শেওয়ানি জানিয়েছেন, টাইমস স্কোয়ারের সব বিলবোর্ড এই অনুষ্ঠানের জন্য ভাড়া করা হয়ে গিয়েছে। থাকছে দৈত্যাকার ন্যাসডাক স্ক্রিন এবং ১৭,০০০ বর্গফুট বিশিষ্ট একটি LED ডিসপ্লে স্ক্রিন৷ এই স্ক্রিনে পর পর সব ছবি দেখানো হবে। বর্ণনা করা হবে রাম মন্দিরে ইতিবৃত্তান্ত।

জানা গিয়েছে, ৫ আগস্ট সকাল ৮ টা থেকে রাত ১০টা পর্যন্ত হিন্দি ও ইংরেজিতে ‘জয় শ্রী রাম’ শব্দটি ফুটে উঠবে LED স্ক্রিনে৷ সারাদিন ধরে বিলবোর্ডে দেখানো হবে ভগবান রামের নানা ছবি এবং ভিডিও। দেখানো হবে রাম মন্দিরের নকশা ও স্থাপত্যের থ্রি-ডি প্রতিকৃতি। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদির ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবিও প্রতিমুহুর্তে দেখানো হবে। ৫ আগস্ট বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র টাইমস স্কোয়ার হয়ে যেতে পারে ভার্চুয়াল অযোধ্যা নগরী৷
এখানেই শেষ নয়, আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সভাপতি জগদীশ শেওয়ানি জানিয়েছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয়রা মিষ্টি বিতরণ করতে ৫ আগস্ট টাইমস স্কোয়ারে জড়ো হবেন৷ প্রধানমন্ত্রী মোদির জন্যেই এই দিনটি এসেছে তাই আমরা এটা দারুণ ভাবে উদযাপন করতে চাই।”

spot_img

Related articles

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...

এভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাঙালির পদচিহ্ন পড়ার আনন্দ নিমেষে মিলিয়ে গেল মৃত্যুর দুঃসংবাদে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের (Ranaghat)...

NRI কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় প্রায় চব্বিশ কোটি টাকার জালিয়াতি!

ভুয়ো এনআরআই (NRI) কোটায় মেডিক্যালে ভর্তির মামলার তদন্তে ২৩ কোটি ৬৭ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট...

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...