Friday, July 11, 2025

মেডিক্যালে করোনা ওয়ার্ডেই গয়না চুরির চক্র! হাতেনাতে ধৃত ৪

Date:

Share post:

মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডেই হাতেনাতে পাকড়াও গয়না চুরির চক্র! গ্রেফতার ৪ । বিষয়টি এক নার্সের নজর পড়তেই তিনি সুপারকে ফোন করেন।ধৃতরা সবাই হাসপাতালেরই অস্থায়ী কর্মী।
বেশ কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল করোনা ওয়ার্ড থেকে নানান সময়ে রোগীদের নানান জিনিস চুরি যাচ্ছে।এমনকি রোগীর আত্মীয়দের কাছ থেকে ওষুধ কেনার নাম করে এক শ্রেণীর কর্মী পয়সা নিয়ে চম্পট দিচ্ছেন বলে অভিযোগ ওঠে। রোগীদের কাছ থেকে এই অভিযোগ পাওয়ার পরেই বৃহস্পতিবার সকাল থেকেই নিরাপত্তা রক্ষীরা করোনা ওয়ার্ডের ওপর নজরদারি চালাচ্ছিলেন । ওয়ার্ডে ডিউটিরত নার্সদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের বাসিন্দা এক মহিলা মেডিক্যাল কলেজের এসএসবি ব্লকের আট তলায় ভর্তি ছিলেন। ওই ওয়ার্ডটি মহিলা কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট। জানা গিয়েছে, ৭৭২ নম্বর বেডের রোগিনীর কাছে পিপিই কিট পরে এ দিন দুপুরে এক যুবক হাজির হন। তিনি নিজেকে হাসপাতালের কর্মী বলে পরিচয় দেন। রোগিনীর অভিযোগ, ওই ব্যক্তি তাঁকে বলেন, হাসপাতালের নিয়ম অনুযায়ী সোনার গয়না-সহ মূল্যবান জিনিসপত্র কাছে রাখা যাবে না। এর পরেই তিনি বলেন, তাঁকে দিয়ে দিলে নীচে রোগীর আত্মীয়দের কাছে ওই সব  জিনিসপত্র পৌঁছে দেবেন। তিনি ওই ব্যক্তির কথা শুনে তাঁকে অবিশ্বাস করতে পারেননি বলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন রোগিনী। তিনি সরল বিশ্বাসে হাসপাতাল কর্মী ভেবেই নিজের গলার সোনার হার ও আংটি খুলে দেন পিপিই পরা ওই ব্যক্তিকে।

এই ঘটনায় হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে । ধৃতদের বউবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।আগামীকাল তাদের আদালতে তোলা হবে।

spot_img

Related articles

তৃণমূল নেতা খুনের ঘটনায় শুক্রের সকালেও থমথমে ভাঙড় 

তৃণমূলের (TMC) চালতাবেড়িয়ার অঞ্চল নেতা রজ্জাক খাঁকে বৃহস্পতির ভরসন্ধ্যায় নৃশংসভাবে খুনের ঘটনায় শুক্রবার সকালেও থমথমে ভাঙড় (Bhangar)। রাতেই...

কপিল শর্মার ক্যাফেতে হামলার দায় স্বীকার খলিস্তানি জঙ্গির

কানাডায় সদ্য শুরু হওয়া জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফেতে হামলার দায় নিল খলিস্তানি জঙ্গি হরজিত সিং লাড্ডি।...

দিনে ১৬ বার সূর্য ওঠে মহাকাশ স্টেশনে! বিবৃতি জারি অ্যাক্সিয়ম স্পেসের

একদিন নাকি ১৬ বার সূর্যোদয় হয়! এও কি সম্ভব? আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (International Space Station) দু সপ্তাহ কাটিয়ে...

নিম্নচাপ সরেছে, দক্ষিণবঙ্গে ‘স্ট্রং মনসুন ফ্লো’র পূর্বাভাস

সকাল থেকে পরিষ্কার আকাশ, নিম্নচাপ সরে গিয়ে দক্ষিণবঙ্গে আপাতত ঝেঁপে বৃষ্টির (Rain)সম্ভাবনা কম। তবে 'স্ট্রং মনসুন ফ্লো' চলার...