Saturday, August 23, 2025

রাজস্থানে নতুন রাজনৈতিক সঙ্কট। বহুজন সমাজ পার্টির বা BSP-র প্রার্থী হিসেবে জিতেও কংগ্রেসে যোগ দিয়েছিলেন মায়াবতীর দলের ৬ বিধায়ক। এই ৬ জন প্রাক্তন BSP বিধায়ককে নোটিশ পাঠাল রাজস্থান হাইকোর্ট। BSP ও বিজেপির আবেদনের ভিত্তিতেই এই নোটিশ৷ একইসঙ্গে হাইকোর্টের নোটিশ গিয়েছে রাজস্থান বিধানসভার স্পিকারের কাছেও। ১১ আগস্টের মধ্যে এই নোটিশের জবাব দিতে হবে তাঁদের।

সদ্য বরখাস্ত উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট ও তাঁর ঘনিষ্ঠ শিবিরের বিদ্রোহের জেরে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের কুর্সি কার্যত টলমল করছে৷ BSP-র ৬ বিধায়কের কংগ্রেসে যোগদান নিয়ে আদালতের সিদ্ধান্ত তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই যোগদান কোর্ট অবৈধ ঘোষণা করলে গোটা দেশের অসংখ্য দলবদলু বিধায়ক ঝামেলায় পড়তে পারেন৷

রাজস্থানে শেষ পর্যন্ত গেহলট ক্ষমতা ধরে রাখতে পারবে কি না, এই মামলার উপর তা অনেকটাই নির্ভর করবে। রাজস্থান BSP-কে গত বছরের সেপ্টেম্বরে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন এই ৬ বিধায়ক। পাইলট শিবিরের বিদ্রোহের প্রেক্ষিতে সরকার টিকিয়ে রাখার জন্য প্রাক্তন ৬ BSP বিধায়কের সমর্থন যে কোনও মূল্যে ধরে রাখতে হবে মুখ্যমন্ত্রী গেহলটকে। আগামী ১৪ আগস্ট শুরু হওয়ার কথা বিধানসভার অধিবেশন। শেষ পর্যন্ত আস্থাভোটের দিকে গড়ালে BSP এই প্রাক্তন ৬ বিধায়কের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। BSP বিধায়কদের এভাবে কংগ্রেসে মিশে যাওয়ার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন বিজেপি নেতা মদন দিলাবর। মামলা করেছে BSP-ও। দু’টি আবেদনেই বলা হয়েছে, শুধুমাত্র একটি রাজ্যে দলকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন না এই ৬ বিধায়ক। কারণ BSP জাতীয় দল।

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version