লাল-হলুদ জার্সিতে শুধুমাত্র আই লিগ খেলতে নারাজ ইরানিয়ান স্ট্রাইকার ওমিদ !

কোন লিগে খেলবে দল সেবিষয়ে এখনও নিশ্চিত নয় লাল-হলুদ শিবির । যদিও ২০১৯-২০ মরশুম শেষ হতেই একঝাঁক ফুটবলারকে আগামী মরশুমের জন্য চুক্তিবদ্ধ করেছে ইস্টবেঙ্গল।
কিন্তু লাল-হলুদ যদি শুধুমাত্র আই লিগ খেলে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে অনিশ্চিত
হয়ে পড়বেন
ভারতীয় বংশোদ্ভূত ইরানিয়ান স্ট্রাইকার ওমিদ সিং।
বিদেশি এই ফুটবলার শুধুমাত্র আই লিগ খেলতে রাজি নন। সেকথা এজেন্ট মারফত তিনি জানিয়েও দিয়েছেন। অবশ্য
আগামী ৩১ অগস্ট পর্যন্ত অপেক্ষা করবেন ওমিদ। ইস্টবেঙ্গল কোন টুর্নামেন্ট খেলবে তা জেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই ফুটবলার। তবে ওমিদ আই লিগে না খেলতে চাইলেও ভারতীয় ব্রিগেডকে নিয়ে খুব একটা সমস্যায় পড়তে হবে না ইস্টবেঙ্গলকে। কেভিন লোবো, মহম্মদ রফিকের মতো প্রাক্তনীরা ফের চুক্তিবদ্ধ হয়েছেন লাল-হলুদের সঙ্গে। ফলে দল যে লিগেই খেলুক না কেন, তাঁদের কোনও অসুবিধে হবে না বলে লাল-হলুদ কর্তাদের আশ্বস্ত করেছেন লোবো, রফিকরা।