শ্যামল, ফুয়াদের কোভিড রিপোর্ট পজিটিভ

একসঙ্গে তিন বামনেতা অসুস্থ হওয়ার কথা গতকাল ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’ জানিয়েছিল। চারবার কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল ডাক্তার ফুয়াদ হালিমের। কিন্তু গতকাল রাতে তাঁর স্ত্রী একটি টুইট করে জানান ফুয়াদ হালিমের পঞ্চম রিপোর্টটি কোভিড পজিটিভ এসেছে। তিনি এখন চিকিৎসাধীন।

প্রাক্তন মন্ত্রী ও সিটুর প্রাক্তন রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তীও কোভিডে আক্রান্ত। ফেসবুকে পোস্ট করে একথা জানিয়েছেন তাঁর মেয়ে উষসী চক্রবর্তী। অন্যদিকে সিটুর বর্তমান রাজ্য সম্পাদক রাজ্য সম্পাদক অনাদি সাহু মেডিক্যালে চিকিৎসাধীন।

Previous articleরাজ্যের সমালোচনায় সত্যজিতের ‘হীরক রাজার দেশে’-র প্রসঙ্গ টেনে মন্তব্য রাজ্যপালের
Next articleভারতীয় বায়ুসেনায় রাফাল যোগ দেওয়ার পরই ঘুম ছুটেছে পাকিস্তানের!