ঠাকুরনগরের জল-মাটি গেল রামমন্দিরের ভূমিপুজোয়

অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজোয় গেল ঠাকুরনগরের কামনা সাগরের জল ও মাটি। মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে ঠাকুরবাড়ির জল-মাটি সমাদৃত। সেই জল ও মাটি রামমন্দির তৈরিতে ব্যবহৃত হচ্ছে বলে তাঁরা গর্বিত বলে জানান মতুয়া সম্প্রদায়ের মানুষ। ঠাকুরবাড়ির পক্ষ থেকে বৃহস্পতিবার বিশ্বহিন্দু পরিষদের প্রতিনিধিদের জল-মাটি দেওয়া হয়। তারাপীঠ, দক্ষিণেশ্বর-সহ ভারতের বিভিন্ন ধর্মীয়স্থানের পাশাপাশি ঠাকুরবাড়ির জল-মাটি বৃহস্পতিবার তুলে দেওয়া হয় বিশ্বহিন্দু পরিষদকে।

Previous articleলকডাউনে ৩১ কোটি টাকা জিতে হতবাক তরুণ নিরাপত্তারক্ষী
Next articleকরোনায় মৃত্যু: এবার ইতালিকেও টপকে গিয়ে পঞ্চমে ভারত!