অমিত শাহর কাছে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এলেন দুই সাংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিজেপির দুই সাংসদ। অভিযোগ, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় শাসকদলের হাতে বিজেপি কর্মীরা খুন হয়েছে। অমিত শাহের সঙ্গে দেখা করে বিজেপি সাংসদ সৌমিত্র খান ও নিশীথ প্রামানিক এই খুনের সিবিআই তদন্ত চেয়েছেন। পাশাপাশি দুই সাংসদের দাবি, করোনো পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ। দিল্লির মতো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও করোনা মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে উদ্যোগী হোন। তৃণমূল কংগ্রেস পাল্টা বলেছে, কেন্দ্রের রিপোর্টে রাজ্যের প্রশংসা হচ্ছে। আর এই দুই সাংসদ এইসব অভিযোগ জানিয়ে নিজেদের হাস্যাস্পদ করছেন। সম্ভবত ওনাদের হাতে কোনও কাজ ছিল না!