নেত্রীর ডাকে সাড়া, মনে হচ্ছে ঘরে ফিরলাম: তৃণমূলে যোগ দিয়ে বললেন বিপ্লব

এক বছর এক মাসের মধ্যেই ফের ‘ঘর ওয়াপসি’ । দলে ফিরলেন দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র। শুক্রবার, তৃণমূল ভবনে তাঁর হাতে পতাকা তুলে দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে, তৃণমূলে ফেরেন গঙ্গারামপুরের প্রাক্তন পুর চেয়ারম্যান বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্র। বিপ্লব জানান, “১৯৯৮ সাল থেকে আমি তৃণমূলের সঙ্গে আছি। মাঝখানে কিছুদিন বিচ্যুত হয়েছিলাম। এরপরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘরে ফেরার ডাক দেন, সেই ডাকে সাড়া দিয়ে আবার তৃণমূলের ফিরে এলাম”। তিনি জানান, দলকে দুর্বল করতে নানা রকম ষড়যন্ত্র চলছে। জেলা সংগঠনকে মজবুত করে তৃণমূলকে আরও শক্তিশালী করাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন বিপ্লব মিত্র।

Previous articleগ্রাহকরা পাচ্ছেন না গ্যাসের ভর্তুকি! কেন?
Next articleঅমিত শাহর কাছে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এলেন দুই সাংসদ